ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীগামী গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বোয়ালমারী পুরোনো বাসস্ট্যান্ড-সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগী সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি মহব্বত জান চৌধুরীসহ ক্যাবের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঢাকাগামী এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বোয়ালমারী কাউন্টারে অভিযান চালিয়ে নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় ভাড়ার তালিকা না থাকা ও ভোক্তা অধিকার আইনে আদালত গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান জানান, ‘স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকা। ঈদ উপলক্ষে টিকিটপ্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তার কারণ বোয়ালমারী থেকে প্রতিটি ট্রিপ যাত্রীবোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতে হয় খালি গাড়ি নিয়ে। যে কারণে যাত্রীদের নিবিড় সেবা দেওয়ার লক্ষ্যে পরিবহন কর্তৃপক্ষ কেন্দ্র থেকে ১০০ টাকা ভাড়া বেশি নির্ধারণ করে দিয়েছে। আমরা শুধু অনলাইনে টিকিট বিক্রি করে থাকি।’
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টাঙানো না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীগামী গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বোয়ালমারী পুরোনো বাসস্ট্যান্ড-সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগী সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি মহব্বত জান চৌধুরীসহ ক্যাবের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঢাকাগামী এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বোয়ালমারী কাউন্টারে অভিযান চালিয়ে নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় ভাড়ার তালিকা না থাকা ও ভোক্তা অধিকার আইনে আদালত গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান জানান, ‘স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকা। ঈদ উপলক্ষে টিকিটপ্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তার কারণ বোয়ালমারী থেকে প্রতিটি ট্রিপ যাত্রীবোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতে হয় খালি গাড়ি নিয়ে। যে কারণে যাত্রীদের নিবিড় সেবা দেওয়ার লক্ষ্যে পরিবহন কর্তৃপক্ষ কেন্দ্র থেকে ১০০ টাকা ভাড়া বেশি নির্ধারণ করে দিয়েছে। আমরা শুধু অনলাইনে টিকিট বিক্রি করে থাকি।’
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টাঙানো না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে