নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘শুরুটা ভালো। তবে শঙ্কা আছে। নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয় তাহলে ফলাফল যাই হোক তা মেনে নেব।’
আজ সকাল ৮টা ১১ মিনিটে নগরীর রুপাতলী হাউজিং সোসাইটির আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এই মেয়র প্রার্থী।
ফয়জুল করীম বলেন, ‘শুরুটা ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কাউনিয়ার একটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টকে নামিয়ে দেওয়া হয়েছিলে। সেখানকার নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানালে পরে সেই সমস্যার সমাধান হয়। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। আটটা বাজার আগেই তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসে হাজির হয়েছেন।’
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘আমি প্রশাসনকে বলবো, ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন এবং কোনো অবস্থাতেই যেন ভোটের রেজাল্ট কারচুপি না করা হয়।’
কোন শঙ্কা আছে কীনা—সাংবাদিকদের এমন প্রশ্নে ফয়জুল করীম বলেন, ‘অবশ্যই আছে। দেখুন আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন প্রতিটি রেজাল্টের প্রিন্ট কপি তারা আমাদের দেবেন। আমরাও তাদের বলব, তারা যেন হাতে লেখা কোনো রেজাল্ট শিট আমাদের না দেয়।’
ফলাফল মেনে নেবেন যা কিছুই হোক না কেন— এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, ‘এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ভোট যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ আর গ্রহণযোগ্য হয় তাহলে যা হয় আমরা সেটাই মেনে নেব।’
ইভিএম নিয়ে শঙ্কা জানিয়ে এই প্রার্থী বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্রে হাত পাখার এজেন্ট আছে এবং ভোট সুষ্ঠু হলে সর্বোচ্চ ভোট জয় আমরা জয়ী হব।’
এই কেন্দ্রে আটটি বুথে ভোট দেবেন ২৫৮৯ জন ভোটার দেবেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘শুরুটা ভালো। তবে শঙ্কা আছে। নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয় তাহলে ফলাফল যাই হোক তা মেনে নেব।’
আজ সকাল ৮টা ১১ মিনিটে নগরীর রুপাতলী হাউজিং সোসাইটির আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এই মেয়র প্রার্থী।
ফয়জুল করীম বলেন, ‘শুরুটা ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কাউনিয়ার একটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টকে নামিয়ে দেওয়া হয়েছিলে। সেখানকার নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানালে পরে সেই সমস্যার সমাধান হয়। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। আটটা বাজার আগেই তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসে হাজির হয়েছেন।’
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘আমি প্রশাসনকে বলবো, ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন এবং কোনো অবস্থাতেই যেন ভোটের রেজাল্ট কারচুপি না করা হয়।’
কোন শঙ্কা আছে কীনা—সাংবাদিকদের এমন প্রশ্নে ফয়জুল করীম বলেন, ‘অবশ্যই আছে। দেখুন আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন প্রতিটি রেজাল্টের প্রিন্ট কপি তারা আমাদের দেবেন। আমরাও তাদের বলব, তারা যেন হাতে লেখা কোনো রেজাল্ট শিট আমাদের না দেয়।’
ফলাফল মেনে নেবেন যা কিছুই হোক না কেন— এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, ‘এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ভোট যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ আর গ্রহণযোগ্য হয় তাহলে যা হয় আমরা সেটাই মেনে নেব।’
ইভিএম নিয়ে শঙ্কা জানিয়ে এই প্রার্থী বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্রে হাত পাখার এজেন্ট আছে এবং ভোট সুষ্ঠু হলে সর্বোচ্চ ভোট জয় আমরা জয়ী হব।’
এই কেন্দ্রে আটটি বুথে ভোট দেবেন ২৫৮৯ জন ভোটার দেবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে