Ajker Patrika

এখনো নিয়ন্ত্রণে আসেনি বনানীর আগুন, যুক্ত হয়েছে বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৩: ১৫
এখনো নিয়ন্ত্রণে আসেনি বনানীর আগুন, যুক্ত হয়েছে বিমান বাহিনী

সাড়ে ৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ছয় তলা ভবনের আগুন। ভবনটির তিন তলার এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ৯টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর থেকেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

আগুনে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে বিমান বাহিনীর ৩টি ইউনিট। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা এখনো কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। তিন তলার একটি ক্রেস্ট তৈরির কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে তদন্তের মাধ্যমে জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত