চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার চৌদ্দগ্রামের বায়েজিদ হোসেন সুকতা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাতে গুলি করার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড কিং শ্রীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে।
আজ বুধবার দুপুরে নিহতের বড় ভাই রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বায়েজিদ হোসেন সুকতা দক্ষিণ আফ্রিকায় স্টেশনারি ব্যবসা করে আসছেন। ব্যবসা নিয়ে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের অভি নামের এক বাংলাদেশির সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সেখানকার প্রবাসীরা একাধিকবার সালিস বৈঠক করে আপস-মীমাংসা করে দেন। কিন্তু অভি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে না পেরে ২১ জানুয়ারি রোববার রাতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সুকতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ ভোরে সুকতার মৃত্যু হয়।
নিহত সুকতার ভাই রিয়াদ হোসেন বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে অভি নামের এক যুবক সন্ত্রাসী ভাড়া করে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
সুকতার প্রতিবেশী ক্রীড়াবিদ খোরশেদ আলম বলেন, ‘সুকতা একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিল। জীবন-জীবিকার তাগিদে সে সাউথ আফ্রিকাতে গিয়ে ব্যবসা-বাণিজ্য শুরু করে। ২১ জানুয়ারি রাতে সন্ত্রাসীরা তাকে গুলি করে। তাতে গুরুতর আহত হয়ে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামের এক যুবকের মৃত্যুর খবর জানতে পেরেছি। লাশ দেশে আনার জন্য পরিবারকে আইনগতভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার চৌদ্দগ্রামের বায়েজিদ হোসেন সুকতা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাতে গুলি করার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড কিং শ্রীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে।
আজ বুধবার দুপুরে নিহতের বড় ভাই রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বায়েজিদ হোসেন সুকতা দক্ষিণ আফ্রিকায় স্টেশনারি ব্যবসা করে আসছেন। ব্যবসা নিয়ে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের অভি নামের এক বাংলাদেশির সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সেখানকার প্রবাসীরা একাধিকবার সালিস বৈঠক করে আপস-মীমাংসা করে দেন। কিন্তু অভি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে না পেরে ২১ জানুয়ারি রোববার রাতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সুকতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ ভোরে সুকতার মৃত্যু হয়।
নিহত সুকতার ভাই রিয়াদ হোসেন বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে অভি নামের এক যুবক সন্ত্রাসী ভাড়া করে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
সুকতার প্রতিবেশী ক্রীড়াবিদ খোরশেদ আলম বলেন, ‘সুকতা একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিল। জীবন-জীবিকার তাগিদে সে সাউথ আফ্রিকাতে গিয়ে ব্যবসা-বাণিজ্য শুরু করে। ২১ জানুয়ারি রাতে সন্ত্রাসীরা তাকে গুলি করে। তাতে গুরুতর আহত হয়ে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামের এক যুবকের মৃত্যুর খবর জানতে পেরেছি। লাশ দেশে আনার জন্য পরিবারকে আইনগতভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে