কুমিল্লা প্রতিনিধি

ছিন্নমূল ও দরিদ্র পরিবারের শিশুদের কর্মসংস্থানসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের অভিযোগে সুমন মিয়া (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন শিশুদের সঙ্গে যৌন নিপীড়নের ছবি ও ভিডিওসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়।
আজ সোমবার বিকেলে র্যাব-১১ (সিপিসি-২) কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য জানিয়েছেন। গতকাল রোববার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর ছেঁচড়া পুকুরিয়ার কবির হোসেনের ছেলে।
র্যাব বলছে, গতকাল এক ব্যক্তি তাঁর বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত তিনজন শিশুকে যৌন নিপীড়নের বিষয়ে একই ফ্যাক্টরিতে কর্মরত সুমন মিয়ার বিরুদ্ধে মৌখিকভাবে একটি অভিযোগ দায়ের করেন। পরে এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র্যাব তদন্ত শুরু করে। তদন্ত শেষে বিষয়টির সত্যতা পেয়ে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়ার বরাত দিয়ে র্যাব বলছে, তিনি প্রায় দুবছর যাবৎ এই বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত আছে। অল্প বয়স্ক ছেলেদের শারীরিক নির্যাতন তাঁর এক ধরনের স্বভাবে পরিণত হয়েছে। তিনি বিভিন্ন সময়ে অল্প বয়স্ক ছেলেদের ওই বিস্কুট ফ্যাক্টরিতে কাজের জন্য নিয়ে আসতেন। পরবর্তীতে তাদের সঙ্গে মামা-ভাগনের সম্পর্ক তৈরি করে তাদের বিভিন্ন সময় ভাড়া বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে করে জোরপূর্বক যৌন নিপীড়ন করতেন এবং তা ভিডিও ধারণ করে রাখতেন। গত তিন মাসে অভিযোগকারী তিন শিশুসহ আরও শিশুদের ধর্মপুর এলাকার একটি ছাত্রাবাসের কক্ষের ভেতরে এবং দৌলতপুর টিঅ্যান্ডটি মোড় সংলগ্ন আসামির বর্তমান ভাড়া বাসায় নিয়ে শিশুদের এ নিপীড়ন করেছেন। এ ছাড়া রেলস্টেশন ও বাসস্টেশনের ছিন্নমূল অল্প বয়সী ছেলেদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর ভাড়া বাসায় নিয়ে যেতেন এবং তাদের জোরপূর্বক যৌন নিপীড়ন করতেন।
র্যাব আরও বলছে, গ্রেপ্তার আসামির মোবাইল পর্যালোচনা করে তাঁর মোবাইলে বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়। যা তিনি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আপলোড করতেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

ছিন্নমূল ও দরিদ্র পরিবারের শিশুদের কর্মসংস্থানসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের অভিযোগে সুমন মিয়া (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন শিশুদের সঙ্গে যৌন নিপীড়নের ছবি ও ভিডিওসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়।
আজ সোমবার বিকেলে র্যাব-১১ (সিপিসি-২) কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য জানিয়েছেন। গতকাল রোববার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর ছেঁচড়া পুকুরিয়ার কবির হোসেনের ছেলে।
র্যাব বলছে, গতকাল এক ব্যক্তি তাঁর বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত তিনজন শিশুকে যৌন নিপীড়নের বিষয়ে একই ফ্যাক্টরিতে কর্মরত সুমন মিয়ার বিরুদ্ধে মৌখিকভাবে একটি অভিযোগ দায়ের করেন। পরে এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র্যাব তদন্ত শুরু করে। তদন্ত শেষে বিষয়টির সত্যতা পেয়ে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়ার বরাত দিয়ে র্যাব বলছে, তিনি প্রায় দুবছর যাবৎ এই বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত আছে। অল্প বয়স্ক ছেলেদের শারীরিক নির্যাতন তাঁর এক ধরনের স্বভাবে পরিণত হয়েছে। তিনি বিভিন্ন সময়ে অল্প বয়স্ক ছেলেদের ওই বিস্কুট ফ্যাক্টরিতে কাজের জন্য নিয়ে আসতেন। পরবর্তীতে তাদের সঙ্গে মামা-ভাগনের সম্পর্ক তৈরি করে তাদের বিভিন্ন সময় ভাড়া বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে করে জোরপূর্বক যৌন নিপীড়ন করতেন এবং তা ভিডিও ধারণ করে রাখতেন। গত তিন মাসে অভিযোগকারী তিন শিশুসহ আরও শিশুদের ধর্মপুর এলাকার একটি ছাত্রাবাসের কক্ষের ভেতরে এবং দৌলতপুর টিঅ্যান্ডটি মোড় সংলগ্ন আসামির বর্তমান ভাড়া বাসায় নিয়ে শিশুদের এ নিপীড়ন করেছেন। এ ছাড়া রেলস্টেশন ও বাসস্টেশনের ছিন্নমূল অল্প বয়সী ছেলেদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর ভাড়া বাসায় নিয়ে যেতেন এবং তাদের জোরপূর্বক যৌন নিপীড়ন করতেন।
র্যাব আরও বলছে, গ্রেপ্তার আসামির মোবাইল পর্যালোচনা করে তাঁর মোবাইলে বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়। যা তিনি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আপলোড করতেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে