কক্সবাজার প্রতিনিধি

মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
আজ শনিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ ইসমাইল বলেন, দেশের সবচেয়ে বেশি হত্যা মামলা কক্সবাজারে। এসব মামলা নিষ্পত্তিতে গত সাড়ে তিন বছরে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।
ইসমাইল বলেন, কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান। বর্তমানে কক্সবাজার আদালতে ১০ হাজারের বেশি মাদক মামলা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আনতে মাদক মামলার আসামিদের দীর্ঘ হাজতবাস শেষে নগদ জামানত নিয়ে জামিন দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জানিয়ে জেলা ও দায়রা জজ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধের আখড়া। ক্যাম্পগুলো এখন ইয়াবা কারবারিদের মূলকেন্দ্র। মাদক কারবারিদের রক্ষায় বড় চক্র রয়েছে। কক্সবাজার থেকে হাইকোর্ট পর্যন্ত তাদের একটা লিংক হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘কক্সবাজারে প্রায় এক হাজার হত্যা মামলা বিচারাধীন রয়েছে। যা সংখ্যায় দেশে সর্বোচ্চ। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন-খারাবিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা ও মাদক মামলা আমার আমলে নিষ্পত্তি করা হয়েছে। এ কারণে নিরাপত্তাজনিত সমস্যাও রয়েছে। মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত।’
জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে তাঁর নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনে নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
১৪ আগস্ট তিনি অবসরে যাচ্ছেন। ১০ আগস্ট তাঁকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
আজ শনিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ ইসমাইল বলেন, দেশের সবচেয়ে বেশি হত্যা মামলা কক্সবাজারে। এসব মামলা নিষ্পত্তিতে গত সাড়ে তিন বছরে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।
ইসমাইল বলেন, কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান। বর্তমানে কক্সবাজার আদালতে ১০ হাজারের বেশি মাদক মামলা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আনতে মাদক মামলার আসামিদের দীর্ঘ হাজতবাস শেষে নগদ জামানত নিয়ে জামিন দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জানিয়ে জেলা ও দায়রা জজ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধের আখড়া। ক্যাম্পগুলো এখন ইয়াবা কারবারিদের মূলকেন্দ্র। মাদক কারবারিদের রক্ষায় বড় চক্র রয়েছে। কক্সবাজার থেকে হাইকোর্ট পর্যন্ত তাদের একটা লিংক হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘কক্সবাজারে প্রায় এক হাজার হত্যা মামলা বিচারাধীন রয়েছে। যা সংখ্যায় দেশে সর্বোচ্চ। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন-খারাবিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা ও মাদক মামলা আমার আমলে নিষ্পত্তি করা হয়েছে। এ কারণে নিরাপত্তাজনিত সমস্যাও রয়েছে। মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত।’
জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে তাঁর নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনে নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
১৪ আগস্ট তিনি অবসরে যাচ্ছেন। ১০ আগস্ট তাঁকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৯ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২২ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে