কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পুলিশ কনস্টেবল মো. পারভেজ হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুজনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১–এর বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের (৩২) কক্সবাজার শহরের ঘোনারপাড়া আবুল কালামের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের বাদশাহঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে আব্দুল মালেক ও ঘোনারপাড়া বড় কবরস্থান এলাকার শাহ আলম সওদাগরের ছেলে মো. খালেদ খোকন। মামলার শুরু থেকে পালাতক রয়েছেন সাজাপ্রাপ্ত মো. খালেদ খোকন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোজাফফর আহমদ হেলালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় একজনের ফাঁসি এবং ৩৯৫ ধারায় দুজনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর চারজনের বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ২৩ জুলাই কক্সবাজার শহরের জাম্বুর মোড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুরিস্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ। এ ঘটনায় ওই দিন টুরিস্ট পুলিশের কনস্টেবল রাজীব চাকমা বাদী হয়ে আবু তাহেরসহ সাতজনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক বখতিয়ার উদ্দিন চৌধুরী একই বছরের ২৪ নভেম্বর অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৯ সালের ১ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে বাদী, চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

কক্সবাজারে পুলিশ কনস্টেবল মো. পারভেজ হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুজনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১–এর বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের (৩২) কক্সবাজার শহরের ঘোনারপাড়া আবুল কালামের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের বাদশাহঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে আব্দুল মালেক ও ঘোনারপাড়া বড় কবরস্থান এলাকার শাহ আলম সওদাগরের ছেলে মো. খালেদ খোকন। মামলার শুরু থেকে পালাতক রয়েছেন সাজাপ্রাপ্ত মো. খালেদ খোকন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোজাফফর আহমদ হেলালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় একজনের ফাঁসি এবং ৩৯৫ ধারায় দুজনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর চারজনের বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ২৩ জুলাই কক্সবাজার শহরের জাম্বুর মোড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুরিস্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ। এ ঘটনায় ওই দিন টুরিস্ট পুলিশের কনস্টেবল রাজীব চাকমা বাদী হয়ে আবু তাহেরসহ সাতজনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক বখতিয়ার উদ্দিন চৌধুরী একই বছরের ২৪ নভেম্বর অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৯ সালের ১ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে বাদী, চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে