কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয়ে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি নাফ নদের সীমান্ত দিয়ে তাঁদের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে আনা হয়।
৬ দিন আগে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের ভূ-খণ্ডের ঢুকে পড়ে। আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ফিশারিঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ৫ অক্টোবর সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় ডাকাত দল জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। এরপর ট্রলারটি ৭ অক্টোবর ভোরে মিয়ানমারের একটি চরে নিয়ে গিয়ে জেলেদের ছেড়ে দেয় ডাকাতেরা।
পরে জেলেরা মিয়ানমারের স্থানীয়দের সহায়তায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত রোববার বিষয়টি বিজিবিকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাফ নদের সীমান্ত দিয়ে জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়।
ফেরত আনা জেলেরা হলেন—মো, ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২), এবং মো. জয়নাল (৫৫)।
তাঁরা কক্সবাজার সদর ও রামু উপজেলার বাসিন্দা। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয়ে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি নাফ নদের সীমান্ত দিয়ে তাঁদের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে আনা হয়।
৬ দিন আগে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের ভূ-খণ্ডের ঢুকে পড়ে। আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ফিশারিঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ৫ অক্টোবর সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় ডাকাত দল জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। এরপর ট্রলারটি ৭ অক্টোবর ভোরে মিয়ানমারের একটি চরে নিয়ে গিয়ে জেলেদের ছেড়ে দেয় ডাকাতেরা।
পরে জেলেরা মিয়ানমারের স্থানীয়দের সহায়তায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত রোববার বিষয়টি বিজিবিকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাফ নদের সীমান্ত দিয়ে জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়।
ফেরত আনা জেলেরা হলেন—মো, ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২), এবং মো. জয়নাল (৫৫)।
তাঁরা কক্সবাজার সদর ও রামু উপজেলার বাসিন্দা। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৩ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩২ মিনিট আগে