কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয়ে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি নাফ নদের সীমান্ত দিয়ে তাঁদের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে আনা হয়।
৬ দিন আগে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের ভূ-খণ্ডের ঢুকে পড়ে। আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ফিশারিঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ৫ অক্টোবর সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় ডাকাত দল জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। এরপর ট্রলারটি ৭ অক্টোবর ভোরে মিয়ানমারের একটি চরে নিয়ে গিয়ে জেলেদের ছেড়ে দেয় ডাকাতেরা।
পরে জেলেরা মিয়ানমারের স্থানীয়দের সহায়তায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত রোববার বিষয়টি বিজিবিকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাফ নদের সীমান্ত দিয়ে জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়।
ফেরত আনা জেলেরা হলেন—মো, ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২), এবং মো. জয়নাল (৫৫)।
তাঁরা কক্সবাজার সদর ও রামু উপজেলার বাসিন্দা। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয়ে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি নাফ নদের সীমান্ত দিয়ে তাঁদের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে আনা হয়।
৬ দিন আগে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের ভূ-খণ্ডের ঢুকে পড়ে। আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ফিশারিঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ৫ অক্টোবর সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় ডাকাত দল জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। এরপর ট্রলারটি ৭ অক্টোবর ভোরে মিয়ানমারের একটি চরে নিয়ে গিয়ে জেলেদের ছেড়ে দেয় ডাকাতেরা।
পরে জেলেরা মিয়ানমারের স্থানীয়দের সহায়তায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত রোববার বিষয়টি বিজিবিকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাফ নদের সীমান্ত দিয়ে জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়।
ফেরত আনা জেলেরা হলেন—মো, ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২), এবং মো. জয়নাল (৫৫)।
তাঁরা কক্সবাজার সদর ও রামু উপজেলার বাসিন্দা। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৬ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৬ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৮ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে