টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

আবারও প্রায় ২৪ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ধরেছেন সেন্টমার্টিন পশ্চিমপাড়ার আব্দুল গনি। গনি তাঁর এলাকায় দাম হাঁকিয়েছেন সাড়ে ৩ লাখ টাকা। দরকষাকষি করে নুর আহমদ সওদাগরের কাছে ৮৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন তিনি।
আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে সেন্টমার্টিন পশ্চিমপাড়া সৈকত থেকে গনির জালে আবারও ধরা পড়ে ২৪ কেজি ওজনের কালো পোয়া। স্থানীরা এই মাছকে বলেন ‘কালা পোপা’। দুপুর ১টার দিকে বাজারে ৮৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। স্ত্রী মাছ হওয়ায় চড়া দামে বেচা যায়নি বলে জানান গনি।
নিয়মমাফিক মাছ ধরা নিয়ে বেজায় খুশি সুলতান আহমদের ছেলে গনি। তিনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে ভোরে মাছ শিকারে যায় তাঁর দলবল। সকাল ৮টার দিকে জাল টানতে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বিশাল একটি মাছ দেখে সবাই খুশিতে আত্মহারা। ট্রলার তীরে পৌঁছালে অন্যান্য মাছের সঙ্গে এটিও বাজারে তোলেন গনি। দাম হাঁকান ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে স্ত্রী মাছ হওয়ায় বেশি দামে বিক্রি করতে পারেননি।
গনির জালে বারবার দামি পোয়া ধরা পড়ায় তাঁর ভাগ্য বদলের কথা সেন্টমার্টিনবাসীর মুখে মুখে। সর্বশেষ ধরা পড়ে ৮ নভেম্বর (মঙ্গলবার) ভোররাতে ৬০ কেজি ওজনের দুটি বড় পোয়া মাছ। মাছ দুটি কক্সবাজারের মৎস্য ব্যবসায়ী ইসহাকের কাছে ৮ লাখ টাকায় বিক্রি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলেন, যার মূল্য ছিল ১০ লাখ টাকা। ২০২০ সালের ২০ নভেম্বর গনি আবারও পোয়া মাছ বিক্রি করেছিলেন ৬ লাখ টাকায়।
গনি বলেন, মাছ বিক্রি করে দুটো মাছ ধরার ট্রলার, ৪০টি জাল ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করি। সেই সঙ্গে বাড়িটিও করা হয়। তার এক ছেলে ও এক মেয়ে হলেও পুরো পরিবারে ২০ জনের মতো সদস্যসংখ্যা রয়েছে বলে জানান তিনি।
ব্যবসায়ীরা জানান, পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘গনি মাছ শিকার করে ধনীর পথে। এটি তাঁর জন্য ভাগ্য।’

আবারও প্রায় ২৪ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ধরেছেন সেন্টমার্টিন পশ্চিমপাড়ার আব্দুল গনি। গনি তাঁর এলাকায় দাম হাঁকিয়েছেন সাড়ে ৩ লাখ টাকা। দরকষাকষি করে নুর আহমদ সওদাগরের কাছে ৮৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন তিনি।
আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে সেন্টমার্টিন পশ্চিমপাড়া সৈকত থেকে গনির জালে আবারও ধরা পড়ে ২৪ কেজি ওজনের কালো পোয়া। স্থানীরা এই মাছকে বলেন ‘কালা পোপা’। দুপুর ১টার দিকে বাজারে ৮৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। স্ত্রী মাছ হওয়ায় চড়া দামে বেচা যায়নি বলে জানান গনি।
নিয়মমাফিক মাছ ধরা নিয়ে বেজায় খুশি সুলতান আহমদের ছেলে গনি। তিনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে ভোরে মাছ শিকারে যায় তাঁর দলবল। সকাল ৮টার দিকে জাল টানতে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বিশাল একটি মাছ দেখে সবাই খুশিতে আত্মহারা। ট্রলার তীরে পৌঁছালে অন্যান্য মাছের সঙ্গে এটিও বাজারে তোলেন গনি। দাম হাঁকান ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে স্ত্রী মাছ হওয়ায় বেশি দামে বিক্রি করতে পারেননি।
গনির জালে বারবার দামি পোয়া ধরা পড়ায় তাঁর ভাগ্য বদলের কথা সেন্টমার্টিনবাসীর মুখে মুখে। সর্বশেষ ধরা পড়ে ৮ নভেম্বর (মঙ্গলবার) ভোররাতে ৬০ কেজি ওজনের দুটি বড় পোয়া মাছ। মাছ দুটি কক্সবাজারের মৎস্য ব্যবসায়ী ইসহাকের কাছে ৮ লাখ টাকায় বিক্রি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলেন, যার মূল্য ছিল ১০ লাখ টাকা। ২০২০ সালের ২০ নভেম্বর গনি আবারও পোয়া মাছ বিক্রি করেছিলেন ৬ লাখ টাকায়।
গনি বলেন, মাছ বিক্রি করে দুটো মাছ ধরার ট্রলার, ৪০টি জাল ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করি। সেই সঙ্গে বাড়িটিও করা হয়। তার এক ছেলে ও এক মেয়ে হলেও পুরো পরিবারে ২০ জনের মতো সদস্যসংখ্যা রয়েছে বলে জানান তিনি।
ব্যবসায়ীরা জানান, পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘গনি মাছ শিকার করে ধনীর পথে। এটি তাঁর জন্য ভাগ্য।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে