Ajker Patrika

পূজা উপলক্ষে টানা ৪ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পূজা উপলক্ষে টানা ৪ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখাউড়া স্থলবন্দর ও আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন স্বাক্ষরিত একটি প্যাডে দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে দুই দেশের ব্যবসায়ীদের জানানো হয়েছে। টানা চার দিনের ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর বুধবার থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত