নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আকবরশাহ এলাকার ব্যবসায়ী মো. রহিম উল্লাহ (৪৫) নিখোঁজের নয় দিনেও কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন ওই ব্যবসায়ীর স্ত্রী ফারজানা রহমান।
সংবাদ সম্মেলন ফারজানা রহমান বলেন, তাঁর স্বামী ২০ বছর ধরে আকবর শাহ পাকা রাস্তার মাথায় মেসার্স রহিম ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি দোকান পরিচালনা করছেন। গত ৫ মার্চ প্রতিদিনের মতো তিনি দোকানে যান। দুপুর ১২টায় তাঁর সঙ্গে সর্বশেষ কথা হয় ফারজানার। এরপর থেকে রহিম উল্লাহর ব্যবহৃত দুইটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, প্রতিদিন বেলা ২টা থেকে ৩টার মধ্যে তাঁর স্বামী বাসায় খেতে আসেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন তিনি বাসায় আসেননি। বেলা ৪টার দিকে ভাগনে মোহাম্মদ আরিফুল হক যিনি দোকান পরিচালনা করেন সে আমাকে ফোনে জানায়, রহিমের নম্বর বন্ধ রয়েছে। পরে সে রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় দোকানের চাবি দিতে আসেন।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী বলেন, নিখোঁজের পরদিন ৬ মার্চ আকবরশাহ থানায় গিয়ে একটি ডায়েরি করি। আকবরশাহ থানা-পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাকিং করে আমাদের জানায়, তাঁর স্বামী রহিম উল্লাহর সর্বশেষ অবস্থান ছিল পাঁচলাইশ থানাধীন সিএসসিআর হাসপাতালে।
ফারজানা আরও বলেন, ‘আমার স্বামী সিএসসিআর হাসপাতালে একজন ডাক্তারের কাছে চিকিৎসা নিতেন। পরে নিশ্চিত হতে ওই হাসপাতালে গেলে সংশ্লিষ্ট ডাক্তার আমাকে জানায় ওই ডাক্তারের সঙ্গে কথা বলে তিনি বেরিয়ে যান। পরে বিভিন্ন মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর দেখা যায় আমার স্বামী ষোলোশহর দুই নম্বর গেটের দিকে হেঁটে যাচ্ছেন। এরপর আর কোনো ফুটেজ না পাওয়ায় তাঁর সর্বশেষ অবস্থান শনাক্ত করা যায়নি।’ তিনি স্বামীকে ফেরত পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ীর তিন সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের আকবরশাহ এলাকার ব্যবসায়ী মো. রহিম উল্লাহ (৪৫) নিখোঁজের নয় দিনেও কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন ওই ব্যবসায়ীর স্ত্রী ফারজানা রহমান।
সংবাদ সম্মেলন ফারজানা রহমান বলেন, তাঁর স্বামী ২০ বছর ধরে আকবর শাহ পাকা রাস্তার মাথায় মেসার্স রহিম ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি দোকান পরিচালনা করছেন। গত ৫ মার্চ প্রতিদিনের মতো তিনি দোকানে যান। দুপুর ১২টায় তাঁর সঙ্গে সর্বশেষ কথা হয় ফারজানার। এরপর থেকে রহিম উল্লাহর ব্যবহৃত দুইটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, প্রতিদিন বেলা ২টা থেকে ৩টার মধ্যে তাঁর স্বামী বাসায় খেতে আসেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন তিনি বাসায় আসেননি। বেলা ৪টার দিকে ভাগনে মোহাম্মদ আরিফুল হক যিনি দোকান পরিচালনা করেন সে আমাকে ফোনে জানায়, রহিমের নম্বর বন্ধ রয়েছে। পরে সে রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় দোকানের চাবি দিতে আসেন।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী বলেন, নিখোঁজের পরদিন ৬ মার্চ আকবরশাহ থানায় গিয়ে একটি ডায়েরি করি। আকবরশাহ থানা-পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাকিং করে আমাদের জানায়, তাঁর স্বামী রহিম উল্লাহর সর্বশেষ অবস্থান ছিল পাঁচলাইশ থানাধীন সিএসসিআর হাসপাতালে।
ফারজানা আরও বলেন, ‘আমার স্বামী সিএসসিআর হাসপাতালে একজন ডাক্তারের কাছে চিকিৎসা নিতেন। পরে নিশ্চিত হতে ওই হাসপাতালে গেলে সংশ্লিষ্ট ডাক্তার আমাকে জানায় ওই ডাক্তারের সঙ্গে কথা বলে তিনি বেরিয়ে যান। পরে বিভিন্ন মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর দেখা যায় আমার স্বামী ষোলোশহর দুই নম্বর গেটের দিকে হেঁটে যাচ্ছেন। এরপর আর কোনো ফুটেজ না পাওয়ায় তাঁর সর্বশেষ অবস্থান শনাক্ত করা যায়নি।’ তিনি স্বামীকে ফেরত পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ীর তিন সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৮ ঘণ্টা আগে