নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দখলমুক্ত হওয়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বৈধ সম্পত্তি হিসেবেই থাকবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ বুধবার চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উইন্টার কার্নিভাল ও পৌষপার্বণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, স্থাপত্য, গণিত ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র বলেন, ‘২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৬ সালের পরে রাজনৈতিক বিভিন্ন কারণে এটি সিটি করপোরেশন থেকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। আমি বলতে চাই, এটি অবশ্যই জনগণের সম্পত্তি।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশনে আজ আমি মেয়র হয়েছি। আগামীতে জনগণ আমাকে ভোট না দিলে আমি মেয়র না-ও থাকতে পারি, আরেকজন মেয়র থাকবে। কিন্তু সম্পত্তিটা অবশ্যই সিটি করপোরেশনের থাকবে। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি কখনোই হতে পারে না। সিটি করপোরেশনের বৈধ সম্পত্তি প্রিমিয়ার ইউনিভার্সিটি। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলশ্রুতিতে আজ সিটি করপোরেশন প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেয়েছে। আন্দোলনে যারা শরিক ছিল, তাদের আমি অভিনন্দন জানাই।’ এ সময় বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মেয়র।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তা ও শাহরিয়ার আবরার এবং গণিত বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন–প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম রনি প্রমুখ।

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দখলমুক্ত হওয়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বৈধ সম্পত্তি হিসেবেই থাকবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ বুধবার চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উইন্টার কার্নিভাল ও পৌষপার্বণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, স্থাপত্য, গণিত ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র বলেন, ‘২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৬ সালের পরে রাজনৈতিক বিভিন্ন কারণে এটি সিটি করপোরেশন থেকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। আমি বলতে চাই, এটি অবশ্যই জনগণের সম্পত্তি।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশনে আজ আমি মেয়র হয়েছি। আগামীতে জনগণ আমাকে ভোট না দিলে আমি মেয়র না-ও থাকতে পারি, আরেকজন মেয়র থাকবে। কিন্তু সম্পত্তিটা অবশ্যই সিটি করপোরেশনের থাকবে। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি কখনোই হতে পারে না। সিটি করপোরেশনের বৈধ সম্পত্তি প্রিমিয়ার ইউনিভার্সিটি। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলশ্রুতিতে আজ সিটি করপোরেশন প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেয়েছে। আন্দোলনে যারা শরিক ছিল, তাদের আমি অভিনন্দন জানাই।’ এ সময় বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মেয়র।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তা ও শাহরিয়ার আবরার এবং গণিত বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন–প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম রনি প্রমুখ।

সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ ইউনিয়নের হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
১৪ মিনিট আগে
রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।
২২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলেকে রক্ষা করতে গিয়ে সাবিনা ইয়াসমিন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন ওই এলাকার সৌকত হোসেনের স্ত্রী।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে