
বাবার সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই বোন নিহত হয়েছে। মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে সৌদি আরব সময় গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ইফরা বিনতে রহমান (৮) ও হাফছা বিনতে রহমান (২) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রহমত উল্যাহ হেলালের মেয়ে।
রহমত উল্যাহ হেলালের চাচা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, রহমত উল্যাহ হেলাল সৌদির একটি মার্কেটে ম্যানেজার পদে দীর্ঘ ১৫ বছর ধরে চাকরি করেন। এর মধ্যে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে যান ওই দেশে। গত কয়েক বছর ধরে মদিনায় পরিবারের সদস্যদের নিয়ে বাস করে আসছেন।
গতকাল সোমবার বিকেলে ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় যাওয়ার জন্য স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একটি প্রাইভেটকারে রওনা করেন হেলাল। তাদের গাড়িটি মক্কার কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ডভ্যান তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে হেলাল, ইফতা ও হাফসা আহত হয়।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে। আহত হেলালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলা উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ দেশে আনার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৫ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩০ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে