
দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে স্থান পাওয়া চট্টগ্রামের দুই মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই বিজ্ঞাপন ব্যয়ে হিসাব চেয়ে চিঠি দিয়েছে। জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুর আহমদ জানিয়েছেন, এই খরচের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় রেজিস্ট্রার এ কথা বলেন।
এতে বলা হয়েছে, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন–অগ্রযাত্রা অব্যাহত রাখতে নবগঠিত সরকারের মন্ত্রিসভায় চট্টগ্রামের কৃতী সন্তান ড. হাছান মাহমুদ এমপিকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে মাননীয় শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করেছেন। বীর চট্টলার এই দুই কৃতী সন্তানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ সকল বিজ্ঞাপন সংক্রান্ত ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তা জানতে চেয়ে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর পত্র দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য হলো, ‘এ-সংক্রান্ত ব্যয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনোরূপ আর্থিক সংশ্লিষ্টতা নেই।’ বর্ণিত বিষয়ে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুর আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১১ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৩ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২০ মিনিট আগে