নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার মামলাটির তদন্তভার মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় এ নির্দেশনা দিয়েছেন। মামলার নিবিড় তদন্তের স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল সোমবার মামলার চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ রহমান। খুলশী থানা-পুলিশকে দেওয়া সেই আদেশ অনুযায়ী গতকাল পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। এ বিষয়ে ডিবির উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, মামলার তদন্তভার ডিবির হাতে ন্যস্ত করার জন্য সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। ফলে আলোচিত মামলাটির তদন্তের কাজ এখন ডিবি করবে।
এ নিয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির হাতে হস্তান্তর করতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি।’
গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে এক দল ঠিকাদারের নেতৃত্বে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রকল্প পরিচালকের কার্যালয় চসিকের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষ ভাঙচুর করেন। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে গোলাম ইয়াজদানীকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনায় রোববার দিবাগত রাতে চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার মামলাটির তদন্তভার মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় এ নির্দেশনা দিয়েছেন। মামলার নিবিড় তদন্তের স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল সোমবার মামলার চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ রহমান। খুলশী থানা-পুলিশকে দেওয়া সেই আদেশ অনুযায়ী গতকাল পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। এ বিষয়ে ডিবির উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, মামলার তদন্তভার ডিবির হাতে ন্যস্ত করার জন্য সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। ফলে আলোচিত মামলাটির তদন্তের কাজ এখন ডিবি করবে।
এ নিয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির হাতে হস্তান্তর করতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি।’
গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে এক দল ঠিকাদারের নেতৃত্বে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রকল্প পরিচালকের কার্যালয় চসিকের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষ ভাঙচুর করেন। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে গোলাম ইয়াজদানীকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনায় রোববার দিবাগত রাতে চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
২ মিনিট আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের প্রাইভেট কারটির ধাক্কা লাগে। মোটরসাইকেলের আরোহীরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে