নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার মামলাটির তদন্তভার মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় এ নির্দেশনা দিয়েছেন। মামলার নিবিড় তদন্তের স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল সোমবার মামলার চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ রহমান। খুলশী থানা-পুলিশকে দেওয়া সেই আদেশ অনুযায়ী গতকাল পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। এ বিষয়ে ডিবির উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, মামলার তদন্তভার ডিবির হাতে ন্যস্ত করার জন্য সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। ফলে আলোচিত মামলাটির তদন্তের কাজ এখন ডিবি করবে।
এ নিয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির হাতে হস্তান্তর করতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি।’
গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে এক দল ঠিকাদারের নেতৃত্বে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রকল্প পরিচালকের কার্যালয় চসিকের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষ ভাঙচুর করেন। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে গোলাম ইয়াজদানীকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনায় রোববার দিবাগত রাতে চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার মামলাটির তদন্তভার মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় এ নির্দেশনা দিয়েছেন। মামলার নিবিড় তদন্তের স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল সোমবার মামলার চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ রহমান। খুলশী থানা-পুলিশকে দেওয়া সেই আদেশ অনুযায়ী গতকাল পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। এ বিষয়ে ডিবির উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, মামলার তদন্তভার ডিবির হাতে ন্যস্ত করার জন্য সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। ফলে আলোচিত মামলাটির তদন্তের কাজ এখন ডিবি করবে।
এ নিয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির হাতে হস্তান্তর করতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি।’
গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে এক দল ঠিকাদারের নেতৃত্বে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রকল্প পরিচালকের কার্যালয় চসিকের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষ ভাঙচুর করেন। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে গোলাম ইয়াজদানীকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনায় রোববার দিবাগত রাতে চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে