কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থীশিবিরের এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ১০-১২ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা। এই ঘটনায় অপহৃতের ছেলে গুলিবিদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নয়াপাড়া ক্যাম্পের আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) ইনচার্জ জাহিদুল ইসলাম। তিনি জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অপরাধীদের আটক করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে ও গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। আব্দুল্লাহ আহতের বিষয়টি জানালেও গুলির ঘটনা ঘটেনি বলেও জানান জাহিদুল।
অপহৃত ব্যক্তি হচ্ছেন নয়াপাড়া নিবন্ধিত শরণার্থীশিবিরের এইচ ব্লকের নেতা মো. সেলিম (৫৫)। তাঁর আহত ছেলের নাম-আব্দুল হাফেজ (১৬)।
স্থানীয় লোকজন ও এপিবিএন ইনচার্জ জাহিদুল জানান, গতকাল রাতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন সেলিম। রাত ১ টারদিকে দরজা ভাঙার শব্দ শুনে উঠে বসার আগেই ১৫-২০ জনের দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় ১০-১২ রাউন্ড গুলি ছুড়ে ক্যাম্প এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় অপহৃতের ছেলে আব্দুল হাফেজ গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।
আব্দুল হাফেজ জানান, আজ বুধবার সকালে তাঁর বাবার মোবাইল ফোনের নম্বর থেকে কল করা হয়। মুক্তিপণের জন্য মোটা অঙ্কের টাকা জোগাড় করতে বলেছে দুর্বৃত্তরা। তবে টাকার অঙ্ক বলেনি। এ ছাড়া তিনি ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান।
এদিকে খবর পেয়ে নয়াপড়া ক্যাম্পের এপিবিএন পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১২ মিনিট আগে