দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরি নদীর বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙনের কারণে ছয় গ্রাম প্লাবিত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মুহুরি নদীর উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর অংশে এই ভাঙনের সৃষ্টি হয়।
বেড়িবাঁধে ভাঙনে উপজেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, পূর্ব ঘনিয়া মোড়া, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া ও বিজয়পুর গ্রামে পানি ঢুকে পড়ে। তাতে সড়ক ও আমন ধানের খেত তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বর্তমানে মুহুরি নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম মুহুরি নদীর বেড়িবাঁধ ভাঙনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ভাঙনে ছয়টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। তাতে ফসলি জমি ও অনেক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। তিনি আরও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান বলেন, আজ সোমবার ভোর ৫টা থেকে বাঁধের বরইয়া ও দৌলতপুরের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন রোধে কোটি টাকার একটি মেগা প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। সেটি পাস হলেই টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে ভাঙনের স্থান পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদ রানা, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম ও পাউবোর কর্মকর্তারা।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরি নদীর বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙনের কারণে ছয় গ্রাম প্লাবিত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মুহুরি নদীর উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর অংশে এই ভাঙনের সৃষ্টি হয়।
বেড়িবাঁধে ভাঙনে উপজেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, পূর্ব ঘনিয়া মোড়া, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া ও বিজয়পুর গ্রামে পানি ঢুকে পড়ে। তাতে সড়ক ও আমন ধানের খেত তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বর্তমানে মুহুরি নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম মুহুরি নদীর বেড়িবাঁধ ভাঙনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ভাঙনে ছয়টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। তাতে ফসলি জমি ও অনেক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। তিনি আরও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান বলেন, আজ সোমবার ভোর ৫টা থেকে বাঁধের বরইয়া ও দৌলতপুরের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন রোধে কোটি টাকার একটি মেগা প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। সেটি পাস হলেই টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে ভাঙনের স্থান পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদ রানা, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম ও পাউবোর কর্মকর্তারা।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
৪৩ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে