কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সিএনজি অটোরিকশাচালক কাউসার আলম (৩৫) ও কিশোরগঞ্জের ইটনা থানার মুক্তারপুর গ্রামের যাত্রী ফুল ইসলাম।
আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)।
ফুল ইসলামের ছেলে হাফেজ আল আমিন বলেন, ‘কুমিল্লার তিতাস থানা এলাকায় শাহাবুদ্দিন কালু শাহ হাফিজিয়া মাদ্রাসায় আমি ও আমার গ্রামের আরও কয়েকজন পড়াশোনা করি। গতকাল বুধবার রাতে মাহফিল ছিল। মাহফিলের পরদিন থেকে মাদ্রাসা বন্ধ দেওয়া হবে। তাই আমার বাবা আমাদের নেওয়ার জন্য মাদ্রাসায় আসেন। আজ সকালে আমাদের কয়েকজনকে আগে একটি সিএনজিতে পাঠিয়ে দেন। পরে অন্য একটি সিএনজিতে তিনি আসবেন বলে জানান। পরে আমার বাবা ও তিনজন মাদ্রাসাছাত্র বহনকারী সিএনজিটি কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড অতিক্রম করলে কুমিল্লা অভিমুখী পাথরবাহী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে সিএনজিটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয়। আমাকে নিতে এসে বাবা মারা গেল’ বলে কাঁদতে থাকেন আল আমিন।
স্থানীয় কয়েকজন বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের কয়েক শ গজ দূরে কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাক প্রথমে এলাকার হালচাষে ব্যবহৃত একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা দিলে তা উল্টে যায়। এরপর ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা ও ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক এবং একজন যাত্রী মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, কসবা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়ান খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. শাহজালাল আলম বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সিএনজি অটোরিকশাচালক কাউসার আলম (৩৫) ও কিশোরগঞ্জের ইটনা থানার মুক্তারপুর গ্রামের যাত্রী ফুল ইসলাম।
আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)।
ফুল ইসলামের ছেলে হাফেজ আল আমিন বলেন, ‘কুমিল্লার তিতাস থানা এলাকায় শাহাবুদ্দিন কালু শাহ হাফিজিয়া মাদ্রাসায় আমি ও আমার গ্রামের আরও কয়েকজন পড়াশোনা করি। গতকাল বুধবার রাতে মাহফিল ছিল। মাহফিলের পরদিন থেকে মাদ্রাসা বন্ধ দেওয়া হবে। তাই আমার বাবা আমাদের নেওয়ার জন্য মাদ্রাসায় আসেন। আজ সকালে আমাদের কয়েকজনকে আগে একটি সিএনজিতে পাঠিয়ে দেন। পরে অন্য একটি সিএনজিতে তিনি আসবেন বলে জানান। পরে আমার বাবা ও তিনজন মাদ্রাসাছাত্র বহনকারী সিএনজিটি কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড অতিক্রম করলে কুমিল্লা অভিমুখী পাথরবাহী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে সিএনজিটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয়। আমাকে নিতে এসে বাবা মারা গেল’ বলে কাঁদতে থাকেন আল আমিন।
স্থানীয় কয়েকজন বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের কয়েক শ গজ দূরে কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাক প্রথমে এলাকার হালচাষে ব্যবহৃত একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা দিলে তা উল্টে যায়। এরপর ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা ও ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক এবং একজন যাত্রী মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, কসবা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়ান খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. শাহজালাল আলম বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে