লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে খাবার হোটেলে আহার করার সময় কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আবদুল আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। তবে ভুক্তভোগী কেউ তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দেননি। এ ছাড়া আজিজ এ ঘটনায় নিজেও ক্ষমা চেয়েছেন। কারও কোনো অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, ‘কয়েকজন হোটেলে খাবারের জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে তাঁদের কাছে জানতে চেয়েছি, আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। আমি বলেছি, আপনারা রোজা রাখিয়েন। আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় আমার করা ঠিক হয়নি। এ জন্য আমি তাঁদের কাছে ক্ষমা চাই। তাঁরা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের কাজের পুনরাবৃত্তি আর কখনো করব না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হব না।’
এর আগে গতকাল বুধবার দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় পর্দা লাগানো কয়েকটি খাবার হোটেলে বণিক সমিতির নেতা আজিজ লাঠি হাতে অভিযান চালান। এ সময় রোজা না রাখা কয়েক যুবক-বৃদ্ধকে হোটেল থেকে রাস্তায় এনে প্রকাশ্যে তিনি কান ধরে ওঠবস করতে বাধ্য করেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গতকাল রাত ১২টার দিকে সদর থানার পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে যায়।

লক্ষ্মীপুরে খাবার হোটেলে আহার করার সময় কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আবদুল আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। তবে ভুক্তভোগী কেউ তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দেননি। এ ছাড়া আজিজ এ ঘটনায় নিজেও ক্ষমা চেয়েছেন। কারও কোনো অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, ‘কয়েকজন হোটেলে খাবারের জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে তাঁদের কাছে জানতে চেয়েছি, আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। আমি বলেছি, আপনারা রোজা রাখিয়েন। আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় আমার করা ঠিক হয়নি। এ জন্য আমি তাঁদের কাছে ক্ষমা চাই। তাঁরা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের কাজের পুনরাবৃত্তি আর কখনো করব না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হব না।’
এর আগে গতকাল বুধবার দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় পর্দা লাগানো কয়েকটি খাবার হোটেলে বণিক সমিতির নেতা আজিজ লাঠি হাতে অভিযান চালান। এ সময় রোজা না রাখা কয়েক যুবক-বৃদ্ধকে হোটেল থেকে রাস্তায় এনে প্রকাশ্যে তিনি কান ধরে ওঠবস করতে বাধ্য করেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গতকাল রাত ১২টার দিকে সদর থানার পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে যায়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে