
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৭০ জনের নাম উল্লেখসহ আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরই মধ্যে এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মফিজ উদ্দিন খান বাদী হয়ে মামলাটি করেছেন।
জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আনু সরকারের বাড়ি ও শেয়ালবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অন্তত চারজন পুলিশ সদস্য ও স্থানীয় এক সাংবাদিক আহত হন।
এরপর পুলিশ মামলা দায়ের করে। এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—জরু মিয়ার ছেলে মোখলেছ মিয়া (৪০), হারুন মিয়ার ছেলে সজল মিয়া (২০), ইয়াছিন মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও ইকবাল মিয়ার ছেলে জীবন (১৯)। গ্রেপ্তার আসামিদের আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নেওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘পরে যাতে আর সংঘর্ষের ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৯ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৩ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে