নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী। আজ রোববার (২২ জুন) বেলা ১টার নাগাদ নগরের মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ডে এই আন্দোলন করে তারা। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর কারণ হিসেবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আতঙ্কের কথা তুলে ধরে।
৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় পরীক্ষা পেছানোর দাবিতে তারা স্লোগান দিতে থাকে। বেলা ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করায় সেখানে সেবা নিতে আসা অনেকেই ভেতরে প্রবেশ করতে চেয়ে ভোগান্তিতে পড়েন।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ডের সামনে অবস্থান করেছিল। আমরা তাদের জানিয়েছি, এই বিষয়ে আমাদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তোমাদের দাবিদাওয়ার বিষয়ে আন্তবোর্ডে জানিয়ে দিয়েছি। আন্তবোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পর মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। পরিস্থিতি যদি সে রকম হয়, সরকার নিশ্চয় এটা বিবেচনা করবে। এভাবে শিক্ষার্থীদের বোঝানোর পর তারা বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছে।’
আন্দোলনকারী এক শিক্ষার্থীরা বলে, ‘করোনার সংক্রমণ ফের বাড়ছে। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নই। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তত দুই মাস পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণের দাবি জানায় সে।

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী। আজ রোববার (২২ জুন) বেলা ১টার নাগাদ নগরের মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ডে এই আন্দোলন করে তারা। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর কারণ হিসেবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আতঙ্কের কথা তুলে ধরে।
৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় পরীক্ষা পেছানোর দাবিতে তারা স্লোগান দিতে থাকে। বেলা ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করায় সেখানে সেবা নিতে আসা অনেকেই ভেতরে প্রবেশ করতে চেয়ে ভোগান্তিতে পড়েন।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ডের সামনে অবস্থান করেছিল। আমরা তাদের জানিয়েছি, এই বিষয়ে আমাদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তোমাদের দাবিদাওয়ার বিষয়ে আন্তবোর্ডে জানিয়ে দিয়েছি। আন্তবোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পর মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। পরিস্থিতি যদি সে রকম হয়, সরকার নিশ্চয় এটা বিবেচনা করবে। এভাবে শিক্ষার্থীদের বোঝানোর পর তারা বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছে।’
আন্দোলনকারী এক শিক্ষার্থীরা বলে, ‘করোনার সংক্রমণ ফের বাড়ছে। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নই। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তত দুই মাস পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণের দাবি জানায় সে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৪ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৯ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১৮ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৩ মিনিট আগে