
এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী। আজ রোববার (২২ জুন) বেলা ১টার নাগাদ নগরের মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ডে এই আন্দোলন করে তারা। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর কারণ হিসেবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আতঙ্কের কথা তুলে ধরে।
৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় পরীক্ষা পেছানোর দাবিতে তারা স্লোগান দিতে থাকে। বেলা ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করায় সেখানে সেবা নিতে আসা অনেকেই ভেতরে প্রবেশ করতে চেয়ে ভোগান্তিতে পড়েন।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ডের সামনে অবস্থান করেছিল। আমরা তাদের জানিয়েছি, এই বিষয়ে আমাদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তোমাদের দাবিদাওয়ার বিষয়ে আন্তবোর্ডে জানিয়ে দিয়েছি। আন্তবোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পর মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। পরিস্থিতি যদি সে রকম হয়, সরকার নিশ্চয় এটা বিবেচনা করবে। এভাবে শিক্ষার্থীদের বোঝানোর পর তারা বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছে।’
আন্দোলনকারী এক শিক্ষার্থীরা বলে, ‘করোনার সংক্রমণ ফের বাড়ছে। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নই। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তত দুই মাস পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণের দাবি জানায় সে।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৬ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩০ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে