Ajker Patrika

২২ ঘণ্টা পর হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৯: ১৮
২২ ঘণ্টা পর হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

২২ ঘণ্টা পর কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবিদুর রহমান খানের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ শনিবার বেলা ৩টার দিকে হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ডুবুরি দল করিমগঞ্জে অবস্থান নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

মৃত আবিদুর রহমান গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। 

এর আগে শুক্রবার বন্ধুদের সঙ্গে নৌকায় করে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বেড়ানো শেষে গোপদীঘি ইউনিয়নের হাসানপুর সেতুর সংযোগ সড়ক এলাকায় গোসল করতে নামেন তাঁরা। এ সময় স্রোতের বিপরীতে সাঁতরাতে গিয়ে পানিতে তলিয়ে যান আবিদ। সাঁতার না জানায় আবিদকে উদ্ধার করতে পারেননি তাঁর অন্য বন্ধুরা। 

আবিদের চাচা মোর্শেদ খান বলেন, ‘আবিদ গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে হোস্টেলে থেকে পড়ালেখা করত। তারা কয়েক বন্ধু মিলে শুক্রবার হাওর বেড়ানো শেষে হাসানপুর ব্রিজে গোসলের সময় এই ঘটনা ঘটে। আমরা চাই ময়নাতদন্ত ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে চট্টগ্রামে যেতে।’ 

তিনি আরও বলেন, ‘আবিদ সাঁতার জানত। তবে হাওরে স্রোত তীব্র হওয়ায় সে আর তীরে উঠতে পারেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত