হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজের ১১ নাবিককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের মাস্টার। পরে তাঁদের চট্টগ্রামমুখী একটি জাহাজে তুলে দেওয়া হয়।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ইসলামচরের কাছে জাহাজডুবির এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নাবিকদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ড জানায়, প্রবল ঢেউয়ের মধ্যে জাহাজটি তলা পেটে ডুবে যায়। প্রথমে লাইফ জ্যাকেট পরে মাস্টার নদীতে ঝাঁপ দেন। পরে স্রোতের টানে মাস্টার অনেক দূরে চলে যাওয়ায় তাঁকে আর পাওয়া যায়নি। বাকি ১১ নাবিক সবাই জাহাজের ওপরের অংশ ধরে রেখে ভেসে ছিলেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে সাগর মোহনায়। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে ফিরে এসেছি। সাগর খুব উত্তাল থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে দুর্ঘটনার কবলে পড়া নাবিকদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। জাহাজের নাবিকেরা এখন নিরাপদ রয়েছেন।’ তবে নিখোঁজ জাহাজের মাস্টারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি নৌ পুলিশের এই কর্মকর্তা।
উদ্ধার হওয়া এক নাবিকের ভাই মো. ওহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মাছ ধরার ট্রলার আমার ভাইসহ ১১ জনকে জীবিত উদ্ধার করে অন্য একটি জাহাজে উঠিয়ে দিয়েছে। তাঁরা সবাই এখন নিরাপদ আছেন। নিখোঁজ মাস্টারের বিষয়ে তাঁর ভাই কিছু বলতে পারেননি। পানিতে মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় যোগাযোগ করা যাচ্ছে না।’ অন্য একজনের মোবাইল থেকে তিনি বাড়িতে কথা বলে এসব তথ্য দিয়েছেন বলে জানান তিনি।
ওহিদুল ইসলাম আরও বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক ছিলেন।’

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজের ১১ নাবিককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের মাস্টার। পরে তাঁদের চট্টগ্রামমুখী একটি জাহাজে তুলে দেওয়া হয়।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ইসলামচরের কাছে জাহাজডুবির এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নাবিকদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ড জানায়, প্রবল ঢেউয়ের মধ্যে জাহাজটি তলা পেটে ডুবে যায়। প্রথমে লাইফ জ্যাকেট পরে মাস্টার নদীতে ঝাঁপ দেন। পরে স্রোতের টানে মাস্টার অনেক দূরে চলে যাওয়ায় তাঁকে আর পাওয়া যায়নি। বাকি ১১ নাবিক সবাই জাহাজের ওপরের অংশ ধরে রেখে ভেসে ছিলেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে সাগর মোহনায়। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে ফিরে এসেছি। সাগর খুব উত্তাল থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে দুর্ঘটনার কবলে পড়া নাবিকদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। জাহাজের নাবিকেরা এখন নিরাপদ রয়েছেন।’ তবে নিখোঁজ জাহাজের মাস্টারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি নৌ পুলিশের এই কর্মকর্তা।
উদ্ধার হওয়া এক নাবিকের ভাই মো. ওহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মাছ ধরার ট্রলার আমার ভাইসহ ১১ জনকে জীবিত উদ্ধার করে অন্য একটি জাহাজে উঠিয়ে দিয়েছে। তাঁরা সবাই এখন নিরাপদ আছেন। নিখোঁজ মাস্টারের বিষয়ে তাঁর ভাই কিছু বলতে পারেননি। পানিতে মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় যোগাযোগ করা যাচ্ছে না।’ অন্য একজনের মোবাইল থেকে তিনি বাড়িতে কথা বলে এসব তথ্য দিয়েছেন বলে জানান তিনি।
ওহিদুল ইসলাম আরও বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক ছিলেন।’

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে