সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ ফাতেমা আক্তারকে (২৬) পুড়িয়ে হত্যার অভিযোগে শাশুড়ি সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে ফাতেমার বাবা নুরুল আবছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গৃহবধূ ফাতেমা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় ফাতেমার শাশুড়ি সাজেদা বেগম ও স্বামী মুসলিম উদ্দিনকে আসামি করা হয়েছে। মামলা-পরবর্তী সময়ে ফাতেমার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মুসলিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ১৪ জুন রাতে পারিবারিক কলেজের জেরে গৃহবধূ ফাতেমা আক্তারকে তাঁর স্বামী মুসলিম উদ্দিন মারধর করেন। একপর্যায়ে তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে ঘর তালাবদ্ধ করে দেন। ফাতেমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা দগ্ধ ফাতেমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ জুন রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ফাতেমার পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও মামলা না নিয়ে তাঁদের ফিরিয়ে দেয় সীতাকুণ্ড থানার পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার ফাতেমার পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতারা হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। পরে তাঁরা সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে হত্যায় জড়িতদের শাস্তি ও তাঁদের বিরুদ্ধে মামলা নিতে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ ফাতেমা আক্তারকে (২৬) পুড়িয়ে হত্যার অভিযোগে শাশুড়ি সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে ফাতেমার বাবা নুরুল আবছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গৃহবধূ ফাতেমা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় ফাতেমার শাশুড়ি সাজেদা বেগম ও স্বামী মুসলিম উদ্দিনকে আসামি করা হয়েছে। মামলা-পরবর্তী সময়ে ফাতেমার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মুসলিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ১৪ জুন রাতে পারিবারিক কলেজের জেরে গৃহবধূ ফাতেমা আক্তারকে তাঁর স্বামী মুসলিম উদ্দিন মারধর করেন। একপর্যায়ে তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে ঘর তালাবদ্ধ করে দেন। ফাতেমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা দগ্ধ ফাতেমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ জুন রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ফাতেমার পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও মামলা না নিয়ে তাঁদের ফিরিয়ে দেয় সীতাকুণ্ড থানার পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার ফাতেমার পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতারা হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। পরে তাঁরা সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে হত্যায় জড়িতদের শাস্তি ও তাঁদের বিরুদ্ধে মামলা নিতে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
২ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৬ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে