সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ ফাতেমা আক্তারকে (২৬) পুড়িয়ে হত্যার অভিযোগে শাশুড়ি সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে ফাতেমার বাবা নুরুল আবছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গৃহবধূ ফাতেমা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় ফাতেমার শাশুড়ি সাজেদা বেগম ও স্বামী মুসলিম উদ্দিনকে আসামি করা হয়েছে। মামলা-পরবর্তী সময়ে ফাতেমার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মুসলিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ১৪ জুন রাতে পারিবারিক কলেজের জেরে গৃহবধূ ফাতেমা আক্তারকে তাঁর স্বামী মুসলিম উদ্দিন মারধর করেন। একপর্যায়ে তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে ঘর তালাবদ্ধ করে দেন। ফাতেমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা দগ্ধ ফাতেমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ জুন রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ফাতেমার পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও মামলা না নিয়ে তাঁদের ফিরিয়ে দেয় সীতাকুণ্ড থানার পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার ফাতেমার পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতারা হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। পরে তাঁরা সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে হত্যায় জড়িতদের শাস্তি ও তাঁদের বিরুদ্ধে মামলা নিতে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ ফাতেমা আক্তারকে (২৬) পুড়িয়ে হত্যার অভিযোগে শাশুড়ি সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে ফাতেমার বাবা নুরুল আবছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গৃহবধূ ফাতেমা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় ফাতেমার শাশুড়ি সাজেদা বেগম ও স্বামী মুসলিম উদ্দিনকে আসামি করা হয়েছে। মামলা-পরবর্তী সময়ে ফাতেমার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মুসলিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ১৪ জুন রাতে পারিবারিক কলেজের জেরে গৃহবধূ ফাতেমা আক্তারকে তাঁর স্বামী মুসলিম উদ্দিন মারধর করেন। একপর্যায়ে তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে ঘর তালাবদ্ধ করে দেন। ফাতেমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা দগ্ধ ফাতেমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ জুন রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ফাতেমার পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও মামলা না নিয়ে তাঁদের ফিরিয়ে দেয় সীতাকুণ্ড থানার পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার ফাতেমার পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতারা হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। পরে তাঁরা সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে হত্যায় জড়িতদের শাস্তি ও তাঁদের বিরুদ্ধে মামলা নিতে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১১ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৪ মিনিট আগে