সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ গরুর মালিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদানবিবিরহাট শাহজাহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি গরু নিয়ে দুপুরের পর অস্থায়ী হাটে আসেন ভাটিয়ারি কলেজ পাড়া এলাকার খামারি রাসেল। সন্ধ্যা নামার আগেই বাজারের ইজারাদার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। এতে মুহূর্তেই বাজারের খুঁটির সঙ্গে দুটি গরু বিদ্যুতায়িত হয়। গরু দুটিকে বাঁচাতে গিয়ে খামারি রাসেল ও তাঁর সঙ্গে থাকা একটি শিশু বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন শুকনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে রাসেল ও শিশুটিকে সরিয়ে দিলে তাঁরা দূরে ছিটকে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গরু দুটি মারা যায়।
আহত খামারি রাসেল কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর গরু দুটি যে খুঁটির সঙ্গে বেঁধেছিলেন, বিদ্যুতের লাইন সে খুঁটির সঙ্গে জড়িয়ে ছিল। ইজারাদারের গাফিলতি ও বিদ্যুৎ লাইনের তারে সমস্যা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে।
এ বিষয়ে অস্থায়ী হাটের ইজারাদার মো. আলাউদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুটি গরু মারা যাওয়ার ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত মালিকের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমতো সহায়তা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন কল করেছেন। বাজার ইজারাদার ও ক্ষতিগ্রস্ত গরু মালিককে ডেকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ গরুর মালিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদানবিবিরহাট শাহজাহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি গরু নিয়ে দুপুরের পর অস্থায়ী হাটে আসেন ভাটিয়ারি কলেজ পাড়া এলাকার খামারি রাসেল। সন্ধ্যা নামার আগেই বাজারের ইজারাদার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। এতে মুহূর্তেই বাজারের খুঁটির সঙ্গে দুটি গরু বিদ্যুতায়িত হয়। গরু দুটিকে বাঁচাতে গিয়ে খামারি রাসেল ও তাঁর সঙ্গে থাকা একটি শিশু বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন শুকনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে রাসেল ও শিশুটিকে সরিয়ে দিলে তাঁরা দূরে ছিটকে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গরু দুটি মারা যায়।
আহত খামারি রাসেল কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর গরু দুটি যে খুঁটির সঙ্গে বেঁধেছিলেন, বিদ্যুতের লাইন সে খুঁটির সঙ্গে জড়িয়ে ছিল। ইজারাদারের গাফিলতি ও বিদ্যুৎ লাইনের তারে সমস্যা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে।
এ বিষয়ে অস্থায়ী হাটের ইজারাদার মো. আলাউদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুটি গরু মারা যাওয়ার ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত মালিকের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমতো সহায়তা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন কল করেছেন। বাজার ইজারাদার ও ক্ষতিগ্রস্ত গরু মালিককে ডেকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে