চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছেলেদের একটি আবাসিক হলের ডাইনিংয়ের খাবারে সিগারেটের অবশিষ্টাংশ পেয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার জের ধরে হল ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। যদিও ডাইনিং ম্যানেজারের দাবি, এই ঘটনা পরিকল্পিত।
গতকাল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে এই ঘটনা ঘটে। পরে আজ বুধবার অনেকেই সিগারেটের অবশিষ্টাংশের ছবি ফেসবুকে পোস্ট করেন। এর আগে গতকাল রাতেই শিক্ষার্থীরা সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার অভিযোগ ও খাবারের মান বাড়ানোর দাবিতে ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেন। তাতে ডাইনিংয়ে রান্না করা অন্তত তিন শ লোকের খাবার নষ্ট হয়ে যায়। পাশাপাশি আজ বুধবার দুপুরে ডাইনিং বন্ধ থাকে।
সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার কথা জানিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে হলের ডাইনিংয়ে খেতে গিয়ে আমাদের কয়েকজন ছোট ভাই ডালের মধ্যে সিগারেটের অবশিষ্টাংশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ডাইনিংয়ে গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।’
তবে ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন ডাইনিংয়ের ম্যানেজার মানিক মিয়া। তিনি আজকের পত্রিকা বলেন, ‘ছাত্ররা যে সিগারেট পেয়েছেন বলে জানিয়েছেন, সেটা একদম টাটকা। সেটি রান্না করার সময় থাকলে এ রকম অক্ষত থাকত না। এটা পরিকল্পিত ঘটনা।’
এ বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। ডাইনিং ম্যানেজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছেলেদের একটি আবাসিক হলের ডাইনিংয়ের খাবারে সিগারেটের অবশিষ্টাংশ পেয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার জের ধরে হল ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। যদিও ডাইনিং ম্যানেজারের দাবি, এই ঘটনা পরিকল্পিত।
গতকাল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে এই ঘটনা ঘটে। পরে আজ বুধবার অনেকেই সিগারেটের অবশিষ্টাংশের ছবি ফেসবুকে পোস্ট করেন। এর আগে গতকাল রাতেই শিক্ষার্থীরা সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার অভিযোগ ও খাবারের মান বাড়ানোর দাবিতে ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেন। তাতে ডাইনিংয়ে রান্না করা অন্তত তিন শ লোকের খাবার নষ্ট হয়ে যায়। পাশাপাশি আজ বুধবার দুপুরে ডাইনিং বন্ধ থাকে।
সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার কথা জানিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে হলের ডাইনিংয়ে খেতে গিয়ে আমাদের কয়েকজন ছোট ভাই ডালের মধ্যে সিগারেটের অবশিষ্টাংশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ডাইনিংয়ে গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।’
তবে ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন ডাইনিংয়ের ম্যানেজার মানিক মিয়া। তিনি আজকের পত্রিকা বলেন, ‘ছাত্ররা যে সিগারেট পেয়েছেন বলে জানিয়েছেন, সেটা একদম টাটকা। সেটি রান্না করার সময় থাকলে এ রকম অক্ষত থাকত না। এটা পরিকল্পিত ঘটনা।’
এ বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। ডাইনিং ম্যানেজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
৪ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৬ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে