চাঁদপুর প্রতিনিধি

‘রাজনৈতিক কর্মীদের আচরণ এমন হতে পারবে না, যাতে কোনো মানুষ কষ্ট পায়। একজন গ্রামের, চরাঞ্চলের ও শহরের বস্তির মানুষ যারা আমাদের পাশে বসবাস করেন, তারাতো শেখ হাসিনাকে দেখছে না, তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদেরকে দেখছেন। তারা আমাদের দিকে তাকিয়ে এবং হিসেব নিকেশ করে নৌকায় ভোট দিবে।’
আজ রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজার মন্ত্রীর নিজ বাসভবনে ঈদ পরবর্তী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী নেতা-কর্মীদের সঙ্গে মতিবিনিময়কালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে দেশের সবার স্বপ্ন, তাঁর প্রতি সবার শ্রদ্ধা এবং ভালোবাসা। কিন্তু আমরা যারা তাঁর কর্মী হিসেবে কাজ করি, আমরা সেই ভালোবাসার জায়গাটি ধরে রাখতে পারছি কিনা সেটাও দেখতে হবে। আমার আচরণে যদি নৌকার ভোট নষ্ট হয়, সেটাতো খুবই খারাপ কথা। তাহলে আমাদের সকলের সচেতন থাকতে হবে। যে কোনো কাজে কিংবা আচরণে কেউ যেন কষ্ট না পায়।’
দীপু মনি বলেন, ‘বিভিন্ন কাজে আমরা আমাদের বন্ধু-বান্দবের পাশে দাঁড়াই। কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমি যে কাজে তাঁর পাশে দাঁড়াচ্ছি, সে কাজটি সঠিক কিনা। যদি সঠিক না হয়, সে আমার বাবাও হউক দাঁড়ানো যাবে না। একজন মানুষের জন্য তার পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু যিনি রাজনীতি করেন, তাঁর কাছে পরিবারের চাইতে বড় দেশ ও দেশের জনগণ।’
মন্ত্রী আরও বলেন, ‘পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর শেষ হয়েছে। আমাদের এখন নির্বাচনী কাজ করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের কাজে যেতে হবে। আশা করি আপনারা অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে কাজগুলো করবেন।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
এর আগে মন্ত্রী দুপুরে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর সদর উপজেলার রামপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাত করেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

‘রাজনৈতিক কর্মীদের আচরণ এমন হতে পারবে না, যাতে কোনো মানুষ কষ্ট পায়। একজন গ্রামের, চরাঞ্চলের ও শহরের বস্তির মানুষ যারা আমাদের পাশে বসবাস করেন, তারাতো শেখ হাসিনাকে দেখছে না, তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদেরকে দেখছেন। তারা আমাদের দিকে তাকিয়ে এবং হিসেব নিকেশ করে নৌকায় ভোট দিবে।’
আজ রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজার মন্ত্রীর নিজ বাসভবনে ঈদ পরবর্তী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী নেতা-কর্মীদের সঙ্গে মতিবিনিময়কালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে দেশের সবার স্বপ্ন, তাঁর প্রতি সবার শ্রদ্ধা এবং ভালোবাসা। কিন্তু আমরা যারা তাঁর কর্মী হিসেবে কাজ করি, আমরা সেই ভালোবাসার জায়গাটি ধরে রাখতে পারছি কিনা সেটাও দেখতে হবে। আমার আচরণে যদি নৌকার ভোট নষ্ট হয়, সেটাতো খুবই খারাপ কথা। তাহলে আমাদের সকলের সচেতন থাকতে হবে। যে কোনো কাজে কিংবা আচরণে কেউ যেন কষ্ট না পায়।’
দীপু মনি বলেন, ‘বিভিন্ন কাজে আমরা আমাদের বন্ধু-বান্দবের পাশে দাঁড়াই। কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমি যে কাজে তাঁর পাশে দাঁড়াচ্ছি, সে কাজটি সঠিক কিনা। যদি সঠিক না হয়, সে আমার বাবাও হউক দাঁড়ানো যাবে না। একজন মানুষের জন্য তার পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু যিনি রাজনীতি করেন, তাঁর কাছে পরিবারের চাইতে বড় দেশ ও দেশের জনগণ।’
মন্ত্রী আরও বলেন, ‘পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর শেষ হয়েছে। আমাদের এখন নির্বাচনী কাজ করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের কাজে যেতে হবে। আশা করি আপনারা অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে কাজগুলো করবেন।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
এর আগে মন্ত্রী দুপুরে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর সদর উপজেলার রামপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাত করেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে