Ajker Patrika

তিতাসে স্বর্ণের দোকানে ডাকাতি, আরও ২ জন গ্রেপ্তার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৩৭
তিতাসে স্বর্ণের দোকানে ডাকাতি, আরও ২ জন গ্রেপ্তার

কুমিল্লার তিতাস থানার বাতাকান্দি বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে গৌরিপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগেও এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দাউদকান্দির দৈয়ারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কাউছার মিয়া (২১) ও শরীয়তপুরের জাজিরা থানার পাচ্চুকান্দি গ্রামের আবুল কালামের ছেলে শাওন রানা (২৮)। 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এই দুজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাওন রানার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় খুনসহ ডাকাতির একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে তিতাসের বাতাকান্দি বাজারে সাতটি স্বর্ণের দোকানে একযোগে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দোকানগুলো থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত