Ajker Patrika

এসএমএস দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, ‘নেতা মিজান’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩৫
এসএমএস দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, ‘নেতা মিজান’ গ্রেপ্তার

চট্টগ্রামে মোবাইলে এসএমএস দিয়ে আবাসন কোম্পানির কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা ‘নেতা মিজান’ গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল উপজেলার চম্বল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয়রা জানান, মিজান ছাত্রলীগের কোন পদপদবিতে না থাকলেও এলাকায় নিজেকে ‘নেতা মিজান’ হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করেন। 

বাঁশখালী থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল করিমের মোবাইলে মেসেজ পাঠিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন মিজান। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেন। 

এই ঘটনায় গতকাল মঙ্গলবার বাঁশখালী থানায় মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আকতার হোসেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হওয়ার পর মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।’ তাকে গ্রেপ্তারের পর এলাকার লোকজন থানায় মিষ্টি নিয়ে এসেছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত