আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে চরম নৈরাজ্য শুরু হয়েছিল। তখন রাজাকার ও আল বদরদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নৈরাজ্য এবং রাজাকার আল বদরদের দৌরাত্ম্যের অবসান ঘটিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা-আখাউড়া উপজেলা চাকরিজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
চাকরিজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন না হলে তোমাদের চাকরির সুযোগ হতো না। তাই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে তোমাদের বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ চাকরিক্ষেত্রে আদবের সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করে কসবা-আখাউড়ার মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।
প্রতিটি চাকরিজীবীকে মা-বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন করার আহ্বান জানান আইনমন্ত্রী। এ সময় কসবা-আখাউড়ার প্রায় ৩ হাজার বেকারকে চাকরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় আইনমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত চাকরিজীবীরা।
আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. আলাউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, কসবা পৌরমেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন ভূইয়া বকুল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম ও আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।
অনুষ্ঠানে চাকরিজীবীদের পক্ষে বক্তব্য দেন—শরীফুল ইসলাম, জাফর আহাম্মদ, আরিফুর রহমান, আবদুল কাইয়ুম ও শাহীন মোল্লা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিচার বিভাগীয় কর্মচারী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ অনিক।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৬ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩০ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে