দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার মাইনী নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে অন্তত ১ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিতে তলিয়ে যাওয়া পরিবারগুলো স্থানীয় আশ্রয়ণকেন্দ্র আশ্রয় নিয়েছে। খাদ্য সংকটে থাকা ওই সব পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বেতছড়ি, চোংড়াছড়ি ও মেরুং বাজার এলাকায় পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন দীঘিনালা জোনের জোনের বেবি টাইগার্স-৪ বেঙ্গলের উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ, পিএসসি।
জানা যায়, এভাবে ক্রমাগত পানি বাড়তে থাকলে উপজেলার বেতছড়ি বাজার ও মেরুং বাজার পানিতে তলিয়ে যাবে। এরই মধ্যে পানিতে তলিয়ে আছে মেরুং বাজারের শতাধিক ব্যবসায়ীদের দোকান। তা ছাড়া বড় মেরুং এলাকায় বন্যার পানিতে স্টিলের ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় দীঘিনালা ও লংগদু সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। লোকজন বিকল্প ব্যবস্থা নৌকায় পারাপার হচ্ছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে অবস্থান করা পরিবারের মাঝে দুপুরের খাবার, চাল, ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন, বিস্কুট ও পানি দেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রে থাকা মল্লিকা দেবী (৩৮) বলেন, ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে গেছে। তাই আশ্রয়কেন্দ্র অবস্থান করছি এবং দীঘিনালা জোন খাদ্য সামগ্রী দিয়েছে।
পুলং চাকমা (৩৫) নামে আরেকজন বলেন, সেনাবাহিনীর থেকে খাদ্য সামগ্রী পেয়ে ভালো লাগছে। খাদ্য সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনকে ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে মেজর নাজিম আহম্মেদ বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো ধরনের সাহায্য সহযোগিতায় দীঘিনালা বাসীর পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় ছিল, আছে এবং থাকবে।
খাদ্যসামগ্রী দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের বেবি টাইগার্স-৪ বেঙ্গলের ওয়ারেন্ট অফিসার মো. মজিদ।

খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার মাইনী নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে অন্তত ১ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিতে তলিয়ে যাওয়া পরিবারগুলো স্থানীয় আশ্রয়ণকেন্দ্র আশ্রয় নিয়েছে। খাদ্য সংকটে থাকা ওই সব পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বেতছড়ি, চোংড়াছড়ি ও মেরুং বাজার এলাকায় পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন দীঘিনালা জোনের জোনের বেবি টাইগার্স-৪ বেঙ্গলের উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ, পিএসসি।
জানা যায়, এভাবে ক্রমাগত পানি বাড়তে থাকলে উপজেলার বেতছড়ি বাজার ও মেরুং বাজার পানিতে তলিয়ে যাবে। এরই মধ্যে পানিতে তলিয়ে আছে মেরুং বাজারের শতাধিক ব্যবসায়ীদের দোকান। তা ছাড়া বড় মেরুং এলাকায় বন্যার পানিতে স্টিলের ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় দীঘিনালা ও লংগদু সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। লোকজন বিকল্প ব্যবস্থা নৌকায় পারাপার হচ্ছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে অবস্থান করা পরিবারের মাঝে দুপুরের খাবার, চাল, ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন, বিস্কুট ও পানি দেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রে থাকা মল্লিকা দেবী (৩৮) বলেন, ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে গেছে। তাই আশ্রয়কেন্দ্র অবস্থান করছি এবং দীঘিনালা জোন খাদ্য সামগ্রী দিয়েছে।
পুলং চাকমা (৩৫) নামে আরেকজন বলেন, সেনাবাহিনীর থেকে খাদ্য সামগ্রী পেয়ে ভালো লাগছে। খাদ্য সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনকে ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে মেজর নাজিম আহম্মেদ বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো ধরনের সাহায্য সহযোগিতায় দীঘিনালা বাসীর পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় ছিল, আছে এবং থাকবে।
খাদ্যসামগ্রী দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের বেবি টাইগার্স-৪ বেঙ্গলের ওয়ারেন্ট অফিসার মো. মজিদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে