রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ দলীয় পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নেওয়ার দুই ঘণ্টা পর জানালেন, তাঁর আইডি হ্যাক হয়েছিল। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অব্যাহতি চেয়ে পোস্ট দেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে আইডি হ্যাক হয়েছে দাবি করে পোস্ট দেন তিনি।
তবে মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদের আইডি হ্যাক হয়নি বলে দাবি করেন পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শান্ত। তিনি বলেন, ‘আপনারা নিউজ করতে পারেন। পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, এটাই সত্য।’
এদিকে এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল বুধবার রাত ৯.২২ মিনিটে নিজের ফেসবুক আইডিতে (রাশেদ রেদোয়ান) ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্যাডে ফরহাদ উদ্দিন রাশেদ স্বাক্ষরিত একটি আবেদন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট করেন।
তিনি লিখেন, ‘আমি ফরহাদ উদ্দিন রাশেদ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছি। বর্তমানে আমি রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার ব্যক্তিগত কারণে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ বলেন, ‘কারও প্রতি আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন ভূঁইয়া বলেন, ‘দল থেকে ফরহাদ উদ্দিন রাশেদের অব্যাহতির বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে এখনো কোনো চিঠিও পাইনি। তবে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ পদত্যাগ বা অব্যাহতি নিতে পারেন।’


লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ দলীয় পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নেওয়ার দুই ঘণ্টা পর জানালেন, তাঁর আইডি হ্যাক হয়েছিল। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অব্যাহতি চেয়ে পোস্ট দেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে আইডি হ্যাক হয়েছে দাবি করে পোস্ট দেন তিনি।
তবে মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদের আইডি হ্যাক হয়নি বলে দাবি করেন পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শান্ত। তিনি বলেন, ‘আপনারা নিউজ করতে পারেন। পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, এটাই সত্য।’
এদিকে এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল বুধবার রাত ৯.২২ মিনিটে নিজের ফেসবুক আইডিতে (রাশেদ রেদোয়ান) ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্যাডে ফরহাদ উদ্দিন রাশেদ স্বাক্ষরিত একটি আবেদন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট করেন।
তিনি লিখেন, ‘আমি ফরহাদ উদ্দিন রাশেদ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছি। বর্তমানে আমি রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার ব্যক্তিগত কারণে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ বলেন, ‘কারও প্রতি আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন ভূঁইয়া বলেন, ‘দল থেকে ফরহাদ উদ্দিন রাশেদের অব্যাহতির বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে এখনো কোনো চিঠিও পাইনি। তবে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ পদত্যাগ বা অব্যাহতি নিতে পারেন।’


প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
৩ ঘণ্টা আগে