Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলে আটক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা নিধনে ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে ২৪ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ৬৫ কেজি জাটকা, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়। 

ওসি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ২৪ জেলেকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে দুই মাস ১৫ দিন করে কারাদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান। পাঁচ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। 

 জব্দ করা জাটকাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, জেলার বিভিন্ন উপজেলার মো. আল-আমিন, আবদুল কাদির, মো. বিল্লাল খান, রাসেল, ইয়াসিন মোল্লা, গোলজার হোসেন, মো. কামাল, বিল্লাল হোসেন, মো. নাসির, সোহরাব হোসেন, মো. জুয়েল, ময়নাল হক, আব্দুস সালাম, ধলু, আনসার আলী, রাকিব বেপারী, জাহিদ পাটয়ারী, মাঈনুদ্দিন, তাজুল ইসলাম, জুয়েল মাঝি, রাজু হাওলাদার, মাসুদ মাঝি, ইয়াছিন মাঝি ও আবদুল বারেক। 

মৎস্য আইনে মামলার আসামিরা হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মাইন উদ্দিন ঢালী, জিহাদ, মো. পাবেল, মো. আওলাদ ও মো. রাকিব। 

অভিযানের সময় জব্দ ৬৫ কেজি জাটকা ইলিশ এতিমদের মাঝে বিতরণ ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে বলে জানান ওসি। 

পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচা-কেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত