পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থগিত হওয়া পটিয়ার তিনটি ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। গত ২৬ ডিসেম্বর ভোটের দিন অনিয়ম ও আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির কারণে এসব ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়।
গত বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
কেন্দ্রগুলো হলো, উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধাউরডেঙ্গা সারদা চরন উচ্ বিদ্যালয় ভোটকেন্দ্র, স্বল্পব্যয়ী রমেশ স্মৃতি পাঠাগার ভোটকেন্দ্র ও জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাঁইদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়ে দুটি ভোটকেন্দ্র নির্বাচনের দিন স্থগিত করা হয়। পরে স্বতন্ত্র প্রার্থী আরও তিনটি ভোটকেন্দ্রের বিষয়ে অভিযোগ আনলে নির্বাচন কমিশন তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেন। তদন্ত কার্যক্রম শেষে নির্বাচনের কাজে নিয়োজিত দুটি অংশের বক্তব্য গ্রহণ করা হয়েছে। সবার বক্তব্য গ্রহণ করে ইসির কাছে প্রতিবেদন দাখিল করার পর আইনি আর কোনো জটিলতা না থাকায় ৭ ফেব্রুয়ারি স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী বলেন, উপজেলার জিরি, কচুয়াই ও ছনহরা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। ছনহরার ঘটনায় ইসির গঠিত তদন্ত দল তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দাখিল করে। আইনি আর কোনো জটিলতা না থাকায় স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থগিত হওয়া পটিয়ার তিনটি ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। গত ২৬ ডিসেম্বর ভোটের দিন অনিয়ম ও আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির কারণে এসব ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়।
গত বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
কেন্দ্রগুলো হলো, উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধাউরডেঙ্গা সারদা চরন উচ্ বিদ্যালয় ভোটকেন্দ্র, স্বল্পব্যয়ী রমেশ স্মৃতি পাঠাগার ভোটকেন্দ্র ও জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাঁইদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়ে দুটি ভোটকেন্দ্র নির্বাচনের দিন স্থগিত করা হয়। পরে স্বতন্ত্র প্রার্থী আরও তিনটি ভোটকেন্দ্রের বিষয়ে অভিযোগ আনলে নির্বাচন কমিশন তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেন। তদন্ত কার্যক্রম শেষে নির্বাচনের কাজে নিয়োজিত দুটি অংশের বক্তব্য গ্রহণ করা হয়েছে। সবার বক্তব্য গ্রহণ করে ইসির কাছে প্রতিবেদন দাখিল করার পর আইনি আর কোনো জটিলতা না থাকায় ৭ ফেব্রুয়ারি স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী বলেন, উপজেলার জিরি, কচুয়াই ও ছনহরা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। ছনহরার ঘটনায় ইসির গঠিত তদন্ত দল তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দাখিল করে। আইনি আর কোনো জটিলতা না থাকায় স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে