নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন। তা ছাড়া আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দেওয়া হয়।
দণ্ডিত আসামি হলেন, পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনা নামের একটি মাদ্রাসার বাবুর্চি মোস্তাফিজুর রহমান বাবু (২৬)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘেরকান্দা এলাকায়। খালাস পাওয়া আসামিরা হলেন, ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু রিদুয়ান (২৫) ও হাফেজ আশরাফুল ইসলাম (২৬)।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে ২০১৯ সালে অক্টোবরে পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনার ১১ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ওই বছরের ২৪ অক্টোবর নগরের পাঁচলাইশ থানায় মোস্তাফিজুরসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার মামলা হয়েছিল। মামলার বাদী ছিলেন ভুক্তভোগী শিশুটির বাবা।
মামলায় বাদীর অভিযোগ ছিল, ভয়ভীতি দেখিয়ে বাবুর্চি তাঁর সন্তানকে একাধিকবার ধর্ষণ করেন। এ বিষয়ে মাদ্রাসার দুই শিক্ষককে অবহিত করলেও তাঁরা কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেছিলেন।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২০ সালের ১১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত সূত্র জানায়, রায় শেষে আসামি মোস্তাফিজুরকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন। তা ছাড়া আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দেওয়া হয়।
দণ্ডিত আসামি হলেন, পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনা নামের একটি মাদ্রাসার বাবুর্চি মোস্তাফিজুর রহমান বাবু (২৬)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘেরকান্দা এলাকায়। খালাস পাওয়া আসামিরা হলেন, ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু রিদুয়ান (২৫) ও হাফেজ আশরাফুল ইসলাম (২৬)।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে ২০১৯ সালে অক্টোবরে পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনার ১১ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ওই বছরের ২৪ অক্টোবর নগরের পাঁচলাইশ থানায় মোস্তাফিজুরসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার মামলা হয়েছিল। মামলার বাদী ছিলেন ভুক্তভোগী শিশুটির বাবা।
মামলায় বাদীর অভিযোগ ছিল, ভয়ভীতি দেখিয়ে বাবুর্চি তাঁর সন্তানকে একাধিকবার ধর্ষণ করেন। এ বিষয়ে মাদ্রাসার দুই শিক্ষককে অবহিত করলেও তাঁরা কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেছিলেন।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২০ সালের ১১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত সূত্র জানায়, রায় শেষে আসামি মোস্তাফিজুরকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩০ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে