
লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। ৬ ঘণ্টা অপেক্ষার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরি ঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘাটে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী মো. সফিকুল ইসলাম ও মাসুদ আলম জানান, রাত ২টা থেকে ঘাটে অপেক্ষা করছিলেন। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে তাদের চরম কষ্ট পোহাতে হয়েছে।
এদিকে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ কাজ করতে পারছেন না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন তাঁরা। শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত অসুস্থতা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে কুয়াশা পড়বে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে