Ajker Patrika

নিহত ২ ফায়ার সার্ভিস কর্মী রাঙামাটির বাসিন্দা

রাঙামাটি প্রতিনিধি
নিহত ২ ফায়ার সার্ভিস কর্মী রাঙামাটির বাসিন্দা

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটি শহরে। তাঁরা ফায়ার সার্ভিসের টিম লিডার ছিলেন।

নিহতরা হলেন, পশ্চিম ট্রাইবেল আদামের মিতু দেওয়ান এবং কলেজগেট মন্ত্রীপাড়ার নিপন চাকমা। তাঁদের মধ্যে মিতুর কর্মস্থল ছিল সীতাকুণ্ডে এবং নিপনের কর্মস্থল ছিল কুমিরায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতরা গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যান। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলে নিহত হন তাঁরা।

মিতু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি মিতু মারা গেছেন। তাঁর মরদেহ রাঙামাটিতে আনার প্রক্রিয়া চলছে।

টিটু দেওয়ান আরও বলেন, ১৯৯৩ সালে প্রথম ফায়ার সার্ভিসে যোগদান করেন মিতু। সম্প্রতি আমার ভাই পদোন্নতি পেয়ে সীতাকুণ্ডে যোগদান করেন।

অপরদিকে, নিপনের ছোট ভাই খোকন বলেন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহতদের নামের তালিকায় আমার ভাইয়ের নাম আছে। কিন্তু আমরা মরদেহ শনাক্ত করতে পারছি না।

নিপনের সহকর্মী লিটন চাকমা বলেন, নিপন পদোন্নতি পেয়ে কুমিরা ফায়ার স্টেশনে যোগ দেন। গতকাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত