
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টারে করে রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকায় ভোটকেন্দ্রের সরঞ্জাম ও নির্বাচন কর্মকর্তাদের পৌঁছানো হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে (বৃহস্পতিবার) সকালে উপজেলা যক্ষা বাজার আর্মি ক্যাম্প থেকে তারা রওনা দেন। তাদের বিদায় জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মরশেদুল আলম প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বিল্লাল মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট যথাসময়ে গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।’
জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকায় নির্বাচন কর্মকর্তাদের জন্য রাঙামাটি জেলা পুলিশ সুপার শুকনা খাদ্য সামগ্রী প্রদান করেছেন। যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ওষুধ, চিড়া, মুড়ি, খেজুর, গুড়, চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাদ্য রয়েছে।
এদিকে বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকার ছয়টি কেন্দ্রেও বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ভোটকেন্দ্রের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানো হয়েছে। আজ বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে (বৃহস্পতিবার) বেলা ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে সাজেক বাঘাইছড়ি ইউনিয়নে একটি ও সাজেক ইউনিয়নের পাঁচটিসহ এ ছয়টি কেন্দ্রের সরঞ্জাম ও কর্মকর্তাদের পৌঁছানো হয়।
বাঘাইছড়ি উপজেলার ৭৬ হাজার ৩৮৩ জন ভোটারের বিপরীতে ভোটের মাঠে লড়ছেন আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি ও সাংস্কৃতিক মুক্তি জোটের তিনজন প্রার্থী।
আগামী ৭ জানুয়ারি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৯টি ভোটকেন্দ্রের ২১৪টি ভোটকক্ষে এক যোগে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশ, আনসার–ভিডিপিসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৪ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে