
কুমিল্লার হোমনা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ঊষা রানী ও শিল্পী রানী সাহা বলেন, ‘ভোর ৬টার দিকে বাজারের ইসমাইলের মুরগির দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন আমরা সবাই মিলে পাশের নদী থেকে কলস ও বালতিতে ভরে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের ১০টি দোকান পুড়ে যায়।’
আগুনে ক্ষতিগ্রস্ত কসমেটিকস ব্যবসায়ী বাজারের শাহিন স্টোরের মালিক মো. হুমায়ুন কবির বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখি আমার প্রায় ১১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’
পুড়ে যাওয়া দোকানগুলো হলো হুমায়ুন মিয়ার কসমেটিকস দোকান, ছফিউল্লাহর মুদি দোকান, ইসমাইল মিয়ার মুরগির দোকান, অলী মিয়ার মুরগির দোকান, আবদুল হালিমের মুরগির দোকান, নজু মিয়ার মুরগির দোকান, মন্টু সাহার মুদি দোকান, মো. আল আমিনের মুদি দোকান ও মো. ছফিউল্লাহর কসমেটিকস দোকানের গোডাউন।
হোমনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুর রহমান খান বলেন, ‘বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তৎক্ষণে ১০টি দোকান পড়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতির পরিমাণ ২২ লাখ টাকা বললেও আমরা ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা দেখিয়েছি।’
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করা হবে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে