
রাতে পড়াশোনা করে বইগুলো গুছিয়ে রেখেছিল নাসিমা আক্তার। সকালে উঠে সেই বইগুলোতে চোখ বোলানোর কথা ছিল। কিন্তু ভোরে আগুন আগুন চিৎকারে ঘুম ভাঙে তার। দ্রুত বাসা থেকে বের হতে হয়। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।
সদরঘাট থানার মাদারবাড়ী এলাকার পানির ট্যাংক রেলস্টেশনের পাশের বস্তি। আজ শনিবার ভোর ৪টা ২০ মিনিটে আগুনে ৩৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে নাসিমা আক্তারদের ঘরও ছিল।
আগুন নিভে গেলে শনিবার সকাল ১০টায় নাসিমা আক্তার পোড়া স্তূপে বই খুঁজছিল। তার মা ঝর্ণা আক্তার তাকে সাহায্য করছিলেন। নাসিমা পশ্চিম মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
নাসিমা জানায়, আগের দিন মাগরিবের পর অনেকক্ষণ পড়াশোনা করেছে। ঘুমানোর আগে বইগুলোও গুছিয়ে রেখেছিল। আজকে সকালে স্কুলে যাওয়ার আগে রাতের পড়া চোখ বোলানোর কথা থাকলেও আগুন সেটি হতে দিল না।
নাসিমার মা ঝর্ণা আক্তার আজকের পত্রিকাকে বলেন, সব শেষ হয়ে গেল। বিয়ের কিছু স্বর্ণ ছিল সেগুলোও পুড়ে গেছে। যে সিন্দুকে রেখেছি ওইটিও পুড়ে ছাই হয়ে গেছে।
ঝর্ণা আক্তার জানান, তাঁরা ৩০ বছর ধরে এখানে থাকছেন। তাঁর তিন মেয়ে ও তিন ছেলে। বাসা পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। এখন পর্যন্ত কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।
ঝর্ণা আক্তারদের পাশের ঘরে থাকতেন ষাটোর্ধ্ব নুরজাহান ও তাঁর স্বামী আবুল কালাম। তাঁরা ৪০ বছর ধরে এই বস্তিতে থেকে আসছিলেন। তাঁদের দুটি কক্ষও একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ভোর থেকে আগুনের সঙ্গে যুদ্ধ করে এখনো না খেয়ে আছেন। কারণ, ঘরের সঙ্গে জমানো টাকাপয়সাও পুড়ে গেছে।
নুরজাহান আজকের পত্রিকাকে বলেন, পানি খাওয়ার জন্য পানির পাত্রটাও নেই। শীতের সময় কোথায় যাব, কোথায় ঘুমাব আল্লাহই জানে।
কীভাবে আগুন লাগল প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। মানুষের ঘরে ঘুরে কাজ করে খাই। কেউ দিনমজুরি করে দিনে এনে দিনে খায়। কেউ আগুন লাগাই দিলে আল্লাহ বিচার করুক।’
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, তিনটি সারিতে ২২ জন মালিকের বস্তিগুলো ছিল। ছোট ছোট এক কক্ষবিশিষ্ট ৩৩টি ঘরে এই আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৬ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে