
গতকাল মঙ্গলবার রাঙামাটির রাজস্থলীতে তিনজন নিহতের ঘটনায় মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ছাড়া কোথায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাও নির্ধারণ করতে পারেনি পুলিশ। আজ বুধবার এসব তথ্য জানান রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
পুলিশ সুপার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে তল্লাশি করেছে কিন্তু কোনো কিছু পায়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে এসেছে। গণমাধ্যমে যে লাশের ছবি এসেছে এগুলো খতিয়ে দেখা হচ্ছে।
মীর মোদদাছছের আরও বলেন, ‘আমরা কিছু ভিডিও ফুটেজও দেখেছি। দেখে মনে হচ্ছে এগুলো পার্বত্য এলাকার কোথাও সংঘটিত হয়েছে।’
এদিকে স্থানীয় সূত্রগুলোর তথ্য মতে এলাকাটি দুর্গম হওয়ার কারণে পুলিশ প্রকৃত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এ বিষয়ে রাজস্থলী গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন, ‘ঘটনাটি এমন স্থানে ঘটেছে যে এলাকাটি রাঙামাটি-বান্দরবান জেলার তিনটি ইউনিয়নের মাঝখানে। একেবারে সীমান্ত এলাকা। এটি আমার এলাকায় পড়েনি বলে আমি নিশ্চিত হয়েছি। এটি রাঙামাটি জেলার রাজস্থলীর গাইন্দা ইউনিয়ন, বান্দরবান জেলার কুহালং ও রাজভিলা ইউনিয়নের মাঝে এ ঘটনা ঘটেছে। যেখানে ঘটনা ঘটেছে সেটি পাহাড়ি পথ। এ পথটি দুই জেলাকে ভাগ করেছে। রাস্তার উত্তর পাশ রাঙামাটি জেলা দক্ষিণ পাশে বান্দরবান জেলা। এর আশপাশে কোনো জনবসতি নেই। সকালে গোলাগুলির খবর পেয়ে পাহাড়ে কাজ করতে যাওয়া লোকেরা কাজ ফেলে বাড়িতে চলে গেছে। এ ঘটনাটি অত্যন্ত দুর্গম। একমাত্র সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর সেখানে যাওয়া সম্ভব নয়।’
উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিং পাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মগ লিবারেশন আর্মির একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবান থেকে রাঙামাটিতে প্রবেশ করে। এ সময় কেচিং পাড়ারের গভীর অরণ্যে উঁচু পাহাড় থেকে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অপর একটি আঞ্চলিক গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার শুরু করে। উভয় পক্ষ গোলাগুলিতে লিপ্ত হয়। এতে তিনজন নিহত ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৪ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে