পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পটিয়া উপজেলায় ২২টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানা–পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা হল রুমে ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সব্যসাচী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের জরুরি মুহূর্তে সেবা দিতে উপজেলার ১৭টি ইউনিয়নে ২২টি মেডিকেল টিমের ৬৬ জন লোক কাজ করবে। প্রতিটি টিমে তিনজন করে মেডিকেল টিমের সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিকেল সাপোর্ট প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স সহকারে ঘটনাস্থলে পৌঁছে যাবে। যে কোনো ধরনের জরুরি সেবা দিতে ০১৭৩০-৩২৪৪৫১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।’
ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, ‘আমাদের থানা ও ফাঁড়িসমূহ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করবেন।’
ওসি আরও বলেন, ‘উপজেলার ১৭টি ইউনিয়নে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সব সাইক্লোন সেন্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ এসব সেন্টারে আসেনি। যে কোনো জরুরি সেবা দিতে ০১৩২০-১০৭৭৩৫ এ নম্বরে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।’

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পটিয়া উপজেলায় ২২টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানা–পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা হল রুমে ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সব্যসাচী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের জরুরি মুহূর্তে সেবা দিতে উপজেলার ১৭টি ইউনিয়নে ২২টি মেডিকেল টিমের ৬৬ জন লোক কাজ করবে। প্রতিটি টিমে তিনজন করে মেডিকেল টিমের সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিকেল সাপোর্ট প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স সহকারে ঘটনাস্থলে পৌঁছে যাবে। যে কোনো ধরনের জরুরি সেবা দিতে ০১৭৩০-৩২৪৪৫১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।’
ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, ‘আমাদের থানা ও ফাঁড়িসমূহ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করবেন।’
ওসি আরও বলেন, ‘উপজেলার ১৭টি ইউনিয়নে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সব সাইক্লোন সেন্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ এসব সেন্টারে আসেনি। যে কোনো জরুরি সেবা দিতে ০১৩২০-১০৭৭৩৫ এ নম্বরে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে