নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই প্রার্থীর গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ও রাতে পৃথক এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
এসব ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় লোকজন জানান, সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক মিস্টার মেম্বারের নিজের অফিসে গতকাল রাতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি, ককটেল বিস্ফোরণ ও পেট্রল দিয়ে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত।
এ ছাড়া গতকাল বিকেলে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দীঘিরজান বাজারে আতাউর রহমান ভূঁইয়া মানিক সমর্থকদের নিয়ে নিয়মিত প্রচারণার অংশ হিসেবে দিঘিরজান বাজারে যান। এ সময় তাঁর গণসংযোগের বহরে হামলা চালায় একদল হেলমেট বাহিনী। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে একদল হেলমেট বাহিনী। এ সব ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।’
এদিকে কয়েক দিন ধরে নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলম ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কয়েক দফা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে এক প্রার্থী অন্য প্রার্থীর লোকজনের বিরুদ্ধে হত্যার হুমকি, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন। এসব ঘটনায় শান্তিপূর্ণ নির্বাচন ও নির্বাচনের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৫ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৫ মিনিট আগে