
চট্টগ্রামের কর্ণফুলীতে দখল করে নেওয়া একটি বসতভিটা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ অক্টোবর একই এলাকার মোহাম্মদ মামুনের পরিবারের প্রতিবেশী সোলাইমান মাঝির ছেলে জসিম, ফারুক ও মন্নানের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করে বসতভিটা দখলে নিয়ে বের করে দেন। সেই থেকে এক মাস ধরে মামুন তাঁর পরিবার নিয়ে ভয়ে ঘর ছাড়া রয়েছেন। ঘর ফিরে পেতে ১৬ অক্টোবর থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি পরিবারটি। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় স্থানীয় কোনো মান্যগণ্য ব্যক্তির সালিস বৈঠকেও বসছে না। অসহায় এ পরিবারকে তাঁদের বসতভিটা ফিরিয়ে দিতে এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থায় প্রশাসনের সহযোগিতা কামনা করা হচ্ছে।
ভুক্তভোগী মোহাম্মদ মামুন বলেন, ‘রাতের আঁধারে সোলাইমান মাঝির ছেলে জসিম, ‘ফারুক ও মন্নানের নেতৃত্বে হামলা চালিয়ে আমাদের মারধর করে বসতভিটা দখলে নিয়ে বের করে দেন। পুরো পরিবারকে নিয়ে বাইরে দিন কাটাতে হচ্ছে আমাদের। প্রাণনাশের হুমকির ভয়ে নিজের এলাকায়ও থাকতে পারছি না আমরা। প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
অভিযোগের বিষয়ে জসিম বলেন, ‘ঘর দখলের অভিযোগ মিথ্যা। আমাদের বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে।’
স্থানীয় সালিস বৈঠকের সর্দার নুর শরীফ সওদাগর বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক বৈঠকের মাধ্যমে সমাধানে চেষ্টা করি। কিন্তু সোলাইমান মাঝির পরিবারের কেউ বৈঠকে আসে না। ভুক্তভোগী পরিবারটি খুব অসহায় জীবনযাপন করছে।’
মানববন্ধনে বক্তারা একই এলাকার মো. নেজাম উদ্দিন ও মোহাম্মদ মামুনের বসতভিটা উদ্ধার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিও জানান। মানববন্ধন ও বিক্ষোভে শতাধিক লোক অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. নেজাম উদ্দিন, মোহাম্মদ মামুন, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফি, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ রকি, নুর শরীফ সওদাগর, মামুন সওদাগর।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে