Ajker Patrika

চকরিয়ায় অবৈধ বালু পরিবহনের ২টি ট্রাক জব্দ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
চকরিয়ায় অবৈধ বালু পরিবহনের ট্রাক জব্দ। ছবি: আজকের পত্রিকা
চকরিয়ায় অবৈধ বালু পরিবহনের ট্রাক জব্দ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পার্বত্য বান্দরবানের লামা থেকে অবৈধভাবে বালু পরিবহন করার সময় দুটি গাড়ি জব্দ করা হয়। বালু পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি দুটি জব্দ করে ডুলাহাজারা বিটের হেফাজতে নেওয়া হয়।

মেহরাজ উদ্দীন আরও বলেন, ‘বন ও বনজ সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত