সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন খায়রুল আনম চৌধুরী সেলিম। নওয়াবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনে ৬১ কেন্দ্রে আতাহার ইশরাক শাবাব চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। ১ হাজার ৯৪১ ভোট পুনর্নিরীক্ষণের দাবি জানিয়েছেন তিনি।
ভোট পুনর্গণনার দাবি তোলা কেন্দ্রগুলো হলো চর মহিউদ্দিন উচ্চবিদ্যালয়, চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মহিউদ্দিন এন এ প্রো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচনে খায়রুল আনম চৌধুরী সেলিমের প্রতীক ছিল দোয়াত-কলম। আর বিজয়ী প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর প্রতীক ছিল আনারস।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে তিনি অভিযোগ দিয়েছেন। তবে এটি আমাদের দেখার বিষয় না। এ বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দিতে হবে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ২৫ হাজার ১৮৮ ভোটের মধ্যে মোট ৭৬ হাজার ৫০৭ ভোট পড়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৪ অবৈধ ভোট বাদ দিয়ে ৭৪ হাজার ৫৯৩ বৈধ ভোট গণনা করা হয়েছে।

উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন খায়রুল আনম চৌধুরী সেলিম। নওয়াবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনে ৬১ কেন্দ্রে আতাহার ইশরাক শাবাব চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। ১ হাজার ৯৪১ ভোট পুনর্নিরীক্ষণের দাবি জানিয়েছেন তিনি।
ভোট পুনর্গণনার দাবি তোলা কেন্দ্রগুলো হলো চর মহিউদ্দিন উচ্চবিদ্যালয়, চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মহিউদ্দিন এন এ প্রো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচনে খায়রুল আনম চৌধুরী সেলিমের প্রতীক ছিল দোয়াত-কলম। আর বিজয়ী প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর প্রতীক ছিল আনারস।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে তিনি অভিযোগ দিয়েছেন। তবে এটি আমাদের দেখার বিষয় না। এ বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দিতে হবে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ২৫ হাজার ১৮৮ ভোটের মধ্যে মোট ৭৬ হাজার ৫০৭ ভোট পড়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৪ অবৈধ ভোট বাদ দিয়ে ৭৪ হাজার ৫৯৩ বৈধ ভোট গণনা করা হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪১ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
২ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
২ ঘণ্টা আগে