নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাড়ে তিন বছর কারাভোগের পর সাবেক এসপি বাবুল আক্তার কারামুক্ত হন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগার থেকে মুক্ত হয়ে তিনি সোজা চট্টগ্রাম বিমানবন্দরে যান। কারাগার থেকে মুক্ত হওয়ার পরপরই তাঁর জন্য বিমানের টিকিট কেনা হয়। রাত ৮টার ফ্লাইটে ঢাকায় পৌঁছে তাঁর ইস্কাটনের বাসায় চলে যান।
বাবুলের ছোট ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান গতকাল রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিম বলেন, বাবুল আক্তারের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে গতকাল বুধবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। ২০২১ সালের ১২ মে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন বাবুল আক্তার। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।
দীর্ঘ এই সময়ে বেশ কয়েকবার জামিন আবেদন করলেও আদালত বারবার নামঞ্জুর করেন। সর্বশেষ গত ২৭ নভেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন। এরপর ১ ডিসেম্বর বাবুল আক্তারের জামিনের আদেশ বিচারিক আদালত, অর্থাৎ তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জমা দেওয়া হয়। ওই দিন বিকেলে জামিনের আদেশ কারাগারে পাঠানো হয়। কিন্তু জামিন স্থগিতের আবেদন করা হবে বলে তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
পরে জানা যায় বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন তাঁর শ্বশুর, অর্থাৎ মিতুর বাবা মোশাররফ হোসেন। গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সেই আবেদনের ওপর শুনানি শেষে বাবুল আক্তারের জামিন বহাল রাখেন। চেম্বার আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। মিতুর বাবার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
শুনানি শেষে বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে বাবুল আক্তারের মুক্তিতে আর আইনগত বাধা নেই।
এ বিষয়ে বাবুল আক্তারের চট্টগ্রামের আইনজীবী কফিল উদ্দিন বলেন, বাবুল আক্তারের মুক্তিতে আইনগত কোনো বাধা আগেও ছিল না। রোববারই তাঁকে জামিন দেওয়া যেত। কিন্তু কারা কর্তৃপক্ষ অকারণে বিলম্ব করেছে, যেটি দণ্ডবিধি আইনের ৩৪২ ধারায় অপরাধ। আমরা এটি নিয়ে কারা কর্তৃপক্ষকে আইনগত নোটিশ দিয়েছি। এখন বাবুল আক্তারের পরিবারের কেউ যদি চায়, সে ক্ষেত্রে আমরা আদালতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করব।
তথ্যমতে, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর চট্টগ্রামে ফিরে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তবে মামলাটিতে পরে বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পিবিআই। ফলে ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। দ্বিতীয় মামলার বাদী হন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে ছিলেন বাবুল।
সাড়ে তিন বছর কারাভোগের পর সাবেক এসপি বাবুল আক্তার কারামুক্ত হন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগার থেকে মুক্ত হয়ে তিনি সোজা চট্টগ্রাম বিমানবন্দরে যান। কারাগার থেকে মুক্ত হওয়ার পরপরই তাঁর জন্য বিমানের টিকিট কেনা হয়। রাত ৮টার ফ্লাইটে ঢাকায় পৌঁছে তাঁর ইস্কাটনের বাসায় চলে যান।
বাবুলের ছোট ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান গতকাল রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিম বলেন, বাবুল আক্তারের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে গতকাল বুধবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। ২০২১ সালের ১২ মে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন বাবুল আক্তার। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।
দীর্ঘ এই সময়ে বেশ কয়েকবার জামিন আবেদন করলেও আদালত বারবার নামঞ্জুর করেন। সর্বশেষ গত ২৭ নভেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন। এরপর ১ ডিসেম্বর বাবুল আক্তারের জামিনের আদেশ বিচারিক আদালত, অর্থাৎ তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জমা দেওয়া হয়। ওই দিন বিকেলে জামিনের আদেশ কারাগারে পাঠানো হয়। কিন্তু জামিন স্থগিতের আবেদন করা হবে বলে তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
পরে জানা যায় বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন তাঁর শ্বশুর, অর্থাৎ মিতুর বাবা মোশাররফ হোসেন। গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সেই আবেদনের ওপর শুনানি শেষে বাবুল আক্তারের জামিন বহাল রাখেন। চেম্বার আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। মিতুর বাবার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
শুনানি শেষে বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে বাবুল আক্তারের মুক্তিতে আর আইনগত বাধা নেই।
এ বিষয়ে বাবুল আক্তারের চট্টগ্রামের আইনজীবী কফিল উদ্দিন বলেন, বাবুল আক্তারের মুক্তিতে আইনগত কোনো বাধা আগেও ছিল না। রোববারই তাঁকে জামিন দেওয়া যেত। কিন্তু কারা কর্তৃপক্ষ অকারণে বিলম্ব করেছে, যেটি দণ্ডবিধি আইনের ৩৪২ ধারায় অপরাধ। আমরা এটি নিয়ে কারা কর্তৃপক্ষকে আইনগত নোটিশ দিয়েছি। এখন বাবুল আক্তারের পরিবারের কেউ যদি চায়, সে ক্ষেত্রে আমরা আদালতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করব।
তথ্যমতে, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর চট্টগ্রামে ফিরে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তবে মামলাটিতে পরে বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পিবিআই। ফলে ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। দ্বিতীয় মামলার বাদী হন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে ছিলেন বাবুল।
কিশোরগঞ্জের ভৈরবে একে অন্যকে ‘হাইব্রিড’ বলায় বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে আহত হয়েছেন তিনজন।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফরিদপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালানোর অভিযোগে দুটি মামলার আসামি জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেওয়া এই শ্রমিক লীগ নেতাকে খুঁজে পায়নি পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার ঢাকায় সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশন...
২৪ মিনিট আগেপ্লাস্টিক ও অপচনশীল আবর্জনা দিয়ে তৈরি হবে বিদ্যুৎ। আবার প্লাস্টিক পোড়ানো বিষাক্ত গ্যাস শোধন করে শিল্পে ব্যবহার উপযোগী করে তা দিয়ে তৈরি হবে জিপসাম এবং তরল কার্বন ডাই-অক্সাইড। এমন পদ্ধতি উদ্ভাবন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী।
২৭ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় রাসেল নামের আরেক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে