
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সরকারি অ্যাম্বুলেন্স রাজনৈতিক সভায় ব্যবহার করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনের’ অনুষ্ঠানে এটি ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে পুরো সদর এলাকায় ঘোরে। ভেতরে কোনো রোগী ছিল না। বরং সেটি ব্যবহৃত হয় রাজনৈতিক শোডাউনে প্রচারণার অংশ হিসেবে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে অনৈতিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ফটিকছড়ি পৌর এলাকার বাসিন্দা আলী আকবর বলেন, ‘এই অ্যাম্বুলেন্স তো রোগীদের জন্য বরাদ্দ! অথচ এখন তা রাজনৈতিক ব্যক্তিদের শোডাউনে ব্যবহার হচ্ছে। এটা জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।’
নাম প্রকাশ না করার শর্তে পৌর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স শুধু রোগী পরিবহনের জন্য অনুমোদিত। অন্য কোনো কাজে ব্যবহারের সুযোগ নেই। করোনাকালে একটি স্কুলের শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি পৌরসভাকে দান করেছিল। কোনোভাবেই এটি ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না।’
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর বলেন, ‘বিজয় শোডাউনে রোগীদের স্বার্থে অ্যাম্বুলেন্সটি ভাড়া নিয়েছিলাম। সেটা সরকারি না বেসরকারি জানতাম না। এটি ব্যবহারও হয়েছে রোগী তথা দলের আহত কর্মীদের কাজে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার বলেন, ‘জুলাই অভ্যুত্থান উপলক্ষে দলের শোডাউনে সরকারি সম্পত্তির ব্যবহার কোনোভাবেই কাম্য হতে পারে না। এটা রাজনৈতিক অদূরদর্শিতা ও অপরিপক্বতা। দলকে ডুবাতে এটি একটি ইস্যু হতে পারে। বিএনপির বিরুদ্ধে আজও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এটি তরুণ প্রজন্মের জন্য একটি খারাপ বার্তা। একটি নতুন ও গণতান্ত্রিক দেশের স্বপ্ন বাস্তবায়নে এসব গর্হিত কাজ।’
ফটিকছড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জেনেছি। এটা রোগীদের নামমাত্র ভাড়া দিয়ে আমরা ব্যবহারের সুযোগ দেই। রাজনৈতিক দলের প্রোগ্রামে এটা ব্যবহার করা অগ্রহণযোগ্য। আমাদের যেই এর পেছনে জড়িত থাকুক, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে