কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকা। চলাচলের জন্য একটি সড়ক থাকলেও তা নষ্ট হয়ে যায় ২৫ বছর আগে। এর পরে আর নির্মিত হয়নি সড়ক। গ্রামের সিংহভাগ কালভার্ট হয়ে গেছে ভরাট। এমন অবস্থায় সারা বছর এ এলাকাটি পানি-কাদায় মেখে থাকে। এমনকি লাশ কবরস্থানে নিতে মাড়াতে হয় পানি আর কাদা দিয়ে।
খোর্দ্দ গহিরা এলাকার আমিরুজ্জামান (৬০)। আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ কাঁধে নিয়ে জানাজা শেষে হাঁটু পানিতে কাদা মাড়িয়ে নিয়ে এসেছেন কবরস্থানে। একটি সড়কের অভাবে স্বজনের শেষ যাত্রায় পড়তে হয় ভোগান্তিতে।
মৃত আমিরুজ্জামান একই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। আজ ভোরে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা মো. নাছির উদ্দিন বলেন, সারা বছর ধরে এখানে কাদা ও পানি থাকে। পানি যাওয়ার জন্য সরকার যে কালভার্টগুলো নির্মাণ করেছে সেগুলো অনেকেই বাড়ি তৈরির সময় ভরাট করে ফেলেছে। ছয়টি পাড়া মহল্লার মানুষের জন্য এই কবরস্থানটি। সাগরের জোয়ারের পানিতে সড়ক নষ্ট হওয়ার পর আর কোনো দিন সড়ক নির্মাণ হয়নি।
মো. নাছির উদ্দিন আরও বলেন, প্রায় ২৫ বছর ধরে কবরস্থানে যাওয়ার কোনো সড়ক না থাকায় কষ্টের শেষ নেই এ এলাকার মানুষের। স্বজনদের কবর জেয়ারতে যাওয়ার জন্য পানি-কাদা পেরিয়ে লাশ নিয়ে যেতে হয় কবরস্থানে।
মৃত আমিরুজ্জামানের ছেলে মো. সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বজনেরা যখন মারা যায়, তখনই বোঝা যায় কবরস্থানের প্রয়োজনীয়তা। সমাজে বিত্তবান যারা রয়েছেন তারা সহযোগিতা করলে এত দুর্ভোগ হতো না। কবরস্থানের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্দেশ দিলেও কেন কাজ করছেন না তা আমাদের জানা নেই।’
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিন শরীফ বলেন, ‘পানি ও কাদার ওপর দিয়ে এভাবে লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া অমানবিক। এ কবরস্থানের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ১০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এক ঠিকাদার কাজটি পাওয়ার পরও এখনো পর্যন্ত কাজটি করছেন না। আমি ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও এটি সমাধান হয়নি। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী অফিসকে জানিয়েছি।’
সড়কটির বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে আগামী রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি ঠিকাদার সড়ক নির্মাণের কাজ শুরু না করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নতুন করে টেন্ডার দেওয়া হবে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকা। চলাচলের জন্য একটি সড়ক থাকলেও তা নষ্ট হয়ে যায় ২৫ বছর আগে। এর পরে আর নির্মিত হয়নি সড়ক। গ্রামের সিংহভাগ কালভার্ট হয়ে গেছে ভরাট। এমন অবস্থায় সারা বছর এ এলাকাটি পানি-কাদায় মেখে থাকে। এমনকি লাশ কবরস্থানে নিতে মাড়াতে হয় পানি আর কাদা দিয়ে।
খোর্দ্দ গহিরা এলাকার আমিরুজ্জামান (৬০)। আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ কাঁধে নিয়ে জানাজা শেষে হাঁটু পানিতে কাদা মাড়িয়ে নিয়ে এসেছেন কবরস্থানে। একটি সড়কের অভাবে স্বজনের শেষ যাত্রায় পড়তে হয় ভোগান্তিতে।
মৃত আমিরুজ্জামান একই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। আজ ভোরে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা মো. নাছির উদ্দিন বলেন, সারা বছর ধরে এখানে কাদা ও পানি থাকে। পানি যাওয়ার জন্য সরকার যে কালভার্টগুলো নির্মাণ করেছে সেগুলো অনেকেই বাড়ি তৈরির সময় ভরাট করে ফেলেছে। ছয়টি পাড়া মহল্লার মানুষের জন্য এই কবরস্থানটি। সাগরের জোয়ারের পানিতে সড়ক নষ্ট হওয়ার পর আর কোনো দিন সড়ক নির্মাণ হয়নি।
মো. নাছির উদ্দিন আরও বলেন, প্রায় ২৫ বছর ধরে কবরস্থানে যাওয়ার কোনো সড়ক না থাকায় কষ্টের শেষ নেই এ এলাকার মানুষের। স্বজনদের কবর জেয়ারতে যাওয়ার জন্য পানি-কাদা পেরিয়ে লাশ নিয়ে যেতে হয় কবরস্থানে।
মৃত আমিরুজ্জামানের ছেলে মো. সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বজনেরা যখন মারা যায়, তখনই বোঝা যায় কবরস্থানের প্রয়োজনীয়তা। সমাজে বিত্তবান যারা রয়েছেন তারা সহযোগিতা করলে এত দুর্ভোগ হতো না। কবরস্থানের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্দেশ দিলেও কেন কাজ করছেন না তা আমাদের জানা নেই।’
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিন শরীফ বলেন, ‘পানি ও কাদার ওপর দিয়ে এভাবে লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া অমানবিক। এ কবরস্থানের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ১০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এক ঠিকাদার কাজটি পাওয়ার পরও এখনো পর্যন্ত কাজটি করছেন না। আমি ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও এটি সমাধান হয়নি। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী অফিসকে জানিয়েছি।’
সড়কটির বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে আগামী রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি ঠিকাদার সড়ক নির্মাণের কাজ শুরু না করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নতুন করে টেন্ডার দেওয়া হবে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৩ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে