নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পরিচিত নারী ক্রেতার বাসায় যাওয়ার পর অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকে রেখে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তিন দিন ধরে থানায় ঘুরলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর।
১৬ ডিসেম্বর রাতে নগরের বহদ্দারহাট চানমিয়া রোডে একটি বাসায় ওই ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরদিন সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন সত্যজিৎ রায়। চট্টগ্রাম নগরের হাজারী লেনে মিয়া শপিং কমপ্লেক্সে তাঁর একটি স্বর্ণের দোকান রয়েছে।
সত্যজিৎ আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী আমার দোকানের কাস্টমার ও পূর্ব পরিচিত। ঘটনার দিন তিনি কিছু স্বর্ণ কেনার বিষয়ে আলাপ করতে আমাকে তাঁর বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর তিনি আমাকে চা-নাশতাও খাওয়ান। এ সময় হঠাৎ বাইরে থেকে দুই-তিনজন যুবক বাসায় ঢোকে। তারা মোবাইলে আমার ছবি ও ভিডিও ধারণ করে। আমার ওপর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গালাগাল করে।’
সত্যজিৎ রায় আরও বলেন, ‘এ সময় মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আমাকে ওই বাসায় আটকে রেখে হাজারী লেনে আমার এক বন্ধুর কাছে গিয়ে তারা ৫০ হাজার টাকা নেয়। সকালে আমাকে ছেড়ে দেয়। তাদের মধ্যে ইদ্রিস ও মোর্শেদ নামের দুজনের নাম জানতে পেরেছি।’
সত্যজিৎ বলেন, ‘সেখান থেকে ছাড়া পেয়ে আমি এ ঘটনায় অভিযোগ দায়ের করতে প্রথমে চান্দগাঁও থানায় যাই। পুলিশ আমাকে পাঁচলাইশ থানায় যাওয়ার জন্য বলে। পুলিশের কথা অনুযায়ী আমি পাঁচলাইশ থানায় মামলা করতে যাই। এ সময় পুলিশের দায়িত্বে থাকা এক কর্মকর্তা আমার অভিযোগ শুনে আসামি ধরার আগপর্যন্ত তাঁরা কোনো অভিযোগ নেবেন না বলে জানান। পুলিশ মামলা নিচ্ছে না, আবার আসামিদেরও ধরছে না।’
তবে এ বিষয়ে অপর পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘নারীর সঙ্গে ওই ব্যবসায়ীর পূর্ব সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনাটি গুরুত্বসহ প্রাথমিক তদন্ত চালাচ্ছি। অনেক কিছু যাচাই-বাছাইয়ের বিষয় আছে। তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে পরিচিত নারী ক্রেতার বাসায় যাওয়ার পর অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকে রেখে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তিন দিন ধরে থানায় ঘুরলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর।
১৬ ডিসেম্বর রাতে নগরের বহদ্দারহাট চানমিয়া রোডে একটি বাসায় ওই ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরদিন সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন সত্যজিৎ রায়। চট্টগ্রাম নগরের হাজারী লেনে মিয়া শপিং কমপ্লেক্সে তাঁর একটি স্বর্ণের দোকান রয়েছে।
সত্যজিৎ আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী আমার দোকানের কাস্টমার ও পূর্ব পরিচিত। ঘটনার দিন তিনি কিছু স্বর্ণ কেনার বিষয়ে আলাপ করতে আমাকে তাঁর বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর তিনি আমাকে চা-নাশতাও খাওয়ান। এ সময় হঠাৎ বাইরে থেকে দুই-তিনজন যুবক বাসায় ঢোকে। তারা মোবাইলে আমার ছবি ও ভিডিও ধারণ করে। আমার ওপর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গালাগাল করে।’
সত্যজিৎ রায় আরও বলেন, ‘এ সময় মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আমাকে ওই বাসায় আটকে রেখে হাজারী লেনে আমার এক বন্ধুর কাছে গিয়ে তারা ৫০ হাজার টাকা নেয়। সকালে আমাকে ছেড়ে দেয়। তাদের মধ্যে ইদ্রিস ও মোর্শেদ নামের দুজনের নাম জানতে পেরেছি।’
সত্যজিৎ বলেন, ‘সেখান থেকে ছাড়া পেয়ে আমি এ ঘটনায় অভিযোগ দায়ের করতে প্রথমে চান্দগাঁও থানায় যাই। পুলিশ আমাকে পাঁচলাইশ থানায় যাওয়ার জন্য বলে। পুলিশের কথা অনুযায়ী আমি পাঁচলাইশ থানায় মামলা করতে যাই। এ সময় পুলিশের দায়িত্বে থাকা এক কর্মকর্তা আমার অভিযোগ শুনে আসামি ধরার আগপর্যন্ত তাঁরা কোনো অভিযোগ নেবেন না বলে জানান। পুলিশ মামলা নিচ্ছে না, আবার আসামিদেরও ধরছে না।’
তবে এ বিষয়ে অপর পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘নারীর সঙ্গে ওই ব্যবসায়ীর পূর্ব সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনাটি গুরুত্বসহ প্রাথমিক তদন্ত চালাচ্ছি। অনেক কিছু যাচাই-বাছাইয়ের বিষয় আছে। তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে